ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সৃষ্টির প্রেরণা

মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

প্রকাশিত: ১৮:০১, ২৩ জুলাই ২০২৫

সৃষ্টির প্রেরণা

বৃষ্টি-প্রকৃতির এক অনন্য উপহার, যা শুধু পরিবেশকে শীতল করে না, বরং প্রাণের প্রতিটি স্তরে সৃষ্টির নবজীবন এনে দেয়। ঘন মেঘের নিচে যখন প্রথম বৃষ্টির ফোঁটা মাটির গায়ে পড়ে, তখন সেই গন্ধ, সেই শব্দ যেন এক গভীর সুরে জীবনের নতুন অধ্যায় ঘোষণা করে। প্রকৃতি যেন নবজীবনের আহ্বান জানায়, প্রতিটি বীজের ভেতর থেকে সৃষ্টির শক্তি প্রস্ফুটিত হয়। শুধু কৃষির দিক থেকেই নয়, সৃষ্টিশীলতার ক্ষেত্রেও বৃষ্টি এক অপার প্রেরণা। শিল্পী, কবি, সংগীতকার, লেখক: সবাই বৃষ্টির ছোঁয়ায় পান নতুন ভাবনার খোরাক। বৃষ্টির টাপুর-টুপুর শব্দে যেমন গান জন্ম নেয়, তেমনি মেঘলা দিনে জানালার পাশে বসে অনেক কবিতা ও গল্পের জন্ম হয়। আমাদের বাংলা সাহিত্যে ‘বৃষ্টি’ একটি স্বতন্ত্র আবেগের প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ- সকলেই বৃষ্টিকে নিয়ে অসংখ্য সৃষ্টি উপহার দিয়েছেন। বৃষ্টির সঙ্গে মানুষের সম্পর্ক শুধুই আবেগময় নয়, এটি একটি বাস্তবিক সৃষ্টির ধারাও। গ্রামীণ বাংলাদেশে বৃষ্টির সঙ্গে শুরু হয় ধানের চাষ। কৃষকের চোখে তখন আশার আলো। নদী পায় নতুন জীবন, পুকুর-খাল আবারও পূর্ণ হয়ে ওঠে। পশু-পাখি খুঁজে পায় বিশ্রাম আর শান্তি। গাছপালার সবুজতা ফিরে আসে, ফুল ফোটে, মৌমাছিরা গুনগুন করে। বৃষ্টির মধ্য দিয়ে প্রকৃতির পূর্ণচক্র আবার চালু হয়। এছাড়া বৃষ্টি মানুষের অন্তর্জগতেও এক ধরনের সৃষ্টিশীল আলোড়ন তোলে। একাকিত্ব, প্রেম, অপেক্ষা, স্মৃতি- সব কিছু যেন বৃষ্টির সঙ্গে মিলে এক নতুন অনুভবের জন্ম দেয়। বৃষ্টি কেবল পানি নয়, এটি সময়ের এক ধারা, যা পুরানোকে ধুয়ে নতুনকে আহ্বান জানায়। শহরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়। অফিসযাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ পড়েন দুর্ভোগে। আবার দুর্বল অবকাঠামো ধসে পড়ে বৃষ্টির চাপে। জলবায়ু পরিবর্তনের ফলে এখন বৃষ্টিপাতের সময় ও পরিমাণ অনিয়মিত। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির ফলে ফসল নষ্ট হয়, মানুষের জীবন ব্যাহত হয়। তাই জলবায়ু নীতিতে বৃষ্টির পূর্বাভাস, জল সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বৃষ্টি শুধু প্রকৃতিরই নয়, জীবনেরও ভাষা। বৃষ্টি মানে শুধু আকাশ থেকে জলধারা নয়- এ এক প্রাণের উৎসারণ, সৃষ্টির পূর্ণতা। সুতরাং বৃষ্টি কেবল প্রকৃতির ঋতুচক্রের অংশ নয়, এটি সৃষ্টি ও সৃষ্টিশীলতার এক বিস্ময়কর মঞ্চ। জীবন যখন থমকে যায়, মন যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন এক পশলা বৃষ্টি যেন আবার সৃষ্টি করতে শেখায়- আশা, আলো ও আনন্দের নতুন গান। বৃষ্টি পড়ে, সৃষ্টি জাগে- এই চক্রে চলেই জীবন।
সোনাগাজী, ফেনী থেকে 

প্যানেল/মো.

×