
বৃষ্টি, প্রকৃতির এক অপূর্ব খেলা। তার স্নিগ্ধ ঝরনায় জীবন ফিরে পায় নতুন রঙ, নতুন প্রাণ। বৃষ্টির সৌন্দর্য সবচেয়ে স্পষ্টতই উপভোগ করা যায় গ্রামবাংলার মাটির ঘ্রাণে, ধানের পাতা কাঁপানে তার মৃদু ছোঁয়ায়, পুকুরের জলে সৃষ্ট ছোট ছোট ঢেউয়ে। গ্রামবাংলার মাটিতে পড়ে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন মাটির সঙ্গে মিশে যায়, গন্ধ হয়ে ওঠে প্রাণের। শিশুদের মুখে ফুটে ওঠে হাসি, কাদামাটি নিয়ে খেলা, পুকুরে ছুটে চলা, এসব দৃশ্য বৃষ্টির আনন্দকে দ্বিগুণ করে দেয়। তবে নগরীর ব্যস্ততায় বৃষ্টির আরেক রূপ। ধূম্রজাল মেখে আসে জলাবদ্ধতা, যানজটের অজস্র সমস্যা। রাস্তাঘাটে জমে থাকা পানির কারণে পায়ে হেঁটে চলা দুষ্কর হয়, মানুষজন ছাতা নিয়ে ছুটে চললেও অনেক সময় তা যথেষ্ট হয় না। জীবনের গতিবেগ বাধাগ্রস্ত হয়, অফিসে যেতে দেরি হয়, বাজার করতে ঝামেলা হয়। এই জলাবদ্ধতার ফলে সময় ও ধৈর্য দুটোই হারাতে হয় শহরবাসীকে। তবু মনের মধ্যে কোথাও বৃষ্টি নামার সেই সুখের আগ্রহ থাকে, কারণ বৃষ্টি মানেই নতুন জীবনের আহ্বান। বাদল দিনে ঘরের ভিতর বসে একটু মনোরম গান শুনলে মন একেবারে প্রশান্ত হয়। স্মৃতির সরোবরে ডুব দিয়ে অতীতের সোনালি দিনের কথাগুলো মনে পড়ে আসে। ছোটবেলার বন্ধুদের সঙ্গে বৃষ্টির ছুটোছুটি, মায়ের কোলে বৃষ্টির শব্দ শুনে ঘুমানো- এসব স্মৃতি যেন হৃদয়ের গভীরে অমলিন হয়ে থাকে। এই সময়টায় বই হাতে নিয়ে বসে পড়া যায়, মনকে আরেক দিগন্তে প্রবাহিত করা যায়। বৃষ্টি পড়ার সময় সৃষ্টির মনও চাই একটু থেমে গিয়ে নিজের ভিতরকে চিনে নিতে, নতুন কিছু শিখতে, ভাবতে আর পরিকল্পনা করতে। বর্ষাকালে যারা কাকভেজা হয়ে মাঠে-ঘাটে, রাস্তা-মাঠে শ্রম দেয়, তাদের প্রতি আমাদের সম্মান থাকা উচিত। তাদের পরিশ্রমে জীবন চলে, আমাদের ভাত-রুটি আসে। তাদের কাজের মূল্য বুঝে আমাদের ভালো ব্যবহার করতে হবে, তাদের প্রতিদিনের শ্রমের যোগ্য সম্মান দিতে হবে। অতিরিক্ত শ্রমমূল্য বা ভালো অর্থনৈতিক সেবা দিয়ে তাদের জীবনকে সহজ ও সম্মানজনক করে তুলতে হবে।বৃষ্টি যেমন আনন্দের উৎস, তেমনি বিপদও বয়ে আনে। জলাবদ্ধতা, যানজট, স্বাস্থ্যঝুঁকি- এসব আমাদের সচেতন ও পরিকল্পিত থাকার দাবি রাখে। সরকার, সমাজ ও নাগরিকরা মিলেমিশে বৃষ্টির বিড়ম্বনাগুলো কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সঠিক ড্রেনেজ ব্যবস্থা, সড়ক সংস্কার এবং জনসচেতনতা বৃদ্ধি এসবের মধ্যে অন্যতম। আমাদের উচিত বৃষ্টি উপভোগের আনন্দটুকু হারিয়ে না ফেলেই এর বিড়ম্বনার মোকাবিলা করা। বৃষ্টি আসে যেন জীবনের নতুন বার্তা নিয়ে- প্রকৃতির রূপান্তর, শান্তি ও সম্ভাবনার প্রতীক। তাই বর্ষাকালে আমাদের মন ভরে উঠুক ভালোবাসায়, শ্রদ্ধায় এবং সুন্দর পরিকল্পনায়।
সাঘাটা, গাইবান্ধা থেকে
প্যানেল/মো.