
ছবি: সংগৃহীত
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম আজ মঙ্গলবার (২৯ জুলাই) এক ফেসবুক পোস্টে বলেন, “দেরিতে হলেও ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। প্রতিটি ক্যাম্পাসে ছাত্রসংসদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা।”
তিনি আরও বলেন, “আমাদের দাবি থাকবে, অনতিবিলম্বে প্রতিটি ক্যাম্পাসেই যেন ছাত্রসংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। অতীতের কালো অধ্যায় মুছে দেওয়া ও শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করার অঙ্গিকার জুলাইয়ের অন্যতম স্পিরিট।”
আবির