ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই ইমরান খানের মুক্তির আবেদন খারিজ করল আদালত

প্রকাশিত: ২০:৩৭, ৯ মে ২০২৫; আপডেট: ২০:৩৮, ৯ মে ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই ইমরান খানের মুক্তির আবেদন খারিজ করল আদালত

ছবিঃ সংগৃহীত

বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে পাকিস্তানের কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। শুক্রবার (৯ মে) বৃহস্পতিবার ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির সাজা স্থগিত করার আবেদনের ওপর উত্থাপিত আবেদনটি ইসলামাবাদ হাইকোর্ট খারিজ করে দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডন।

পৃথকভাবে, লাহোর হাইকোর্ট (এলএইচসি) বৃহস্পতিবার জিন্নাহ হাউস হামলাসহ ৯ মে দাঙ্গার আটটি মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের জামিন আবেদনের শুনানি স্থগিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুসারে, এ সময় আদালত কক্ষে পিটিআই প্রতিষ্ঠাতার বোনেরা - আলেমা খান, নওরীন খানুম এবং ডা. উজমাসহ বেশ কয়েকজন সিনিয়র পিটিআই নেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করলেও পাকিস্তান তা অস্বীকার করে আসছে। গত ৭ এপ্রিল রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এরপর থেকে দুই দেশ পাল্টা হামলা চালাচ্ছে।

 

আরশি

×