
নান্দিকের পক্ষ থেকে শিল্পীকে উত্তরীয় উপহার দিচ্ছেন কবি ইসমত শিল্পী।
সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সত্যেন বোস সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল নান্দিক আয়োজিত ‘বাউল সন্ধ্যা’।
রবিবার (১০ সেপ্টেম্বর) স্বল্প সময়ের মধ্যে নান্দিকের এই আয়োজনে শিল্পী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হানিফ মিয়া।
আরও পড়ুন :শিক্ষাপ্রতিষ্ঠানের হঠাৎ নতুন নির্দেশনা
ঘরোয়া ভাবে বাউলগানের সাথে সাথে লালন গানের তত্ত্ব নিয়েও বিভিন্ন ঘরানার কথা বলেন শিল্পী গবেষক হানিফ বাউল। তিনি গবেষণা করেছেন বাউলতত্ত্বে নারীবাদ নিয়ে। সঙ্গে আরও ছিলেন শিল্পী আতিয়ার রহমান ও সুদীপ্ত মাহমুদ।
নান্দিক সন্ধ্যা শিরোনামে এই অনুষ্ঠানটি নান্দিকের ধারাবাহিক আয়োজনেরই অংশ। ‘ভাষা ও সংস্কৃতির আনন্দযোগ’ আদর্শ ধারণ করে পথ চলে নান্দিক। ‘নান্দিক’ সাহিত্য সংস্কৃতির ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের পাশাপাশি বাংলার ঐতিহ্য ধারণ করে ব্যতিক্রম কিছু আয়োজন করে আসছে শুরু থেকে।
ঘরোয়াভাবে এই অনুষ্ঠানের শুরুতে নান্দিক সম্পাদক কবি ইসমত শিল্পী নান্দিকের পক্ষ থেকে শিল্পীকে উত্তরীয় হিসেবে উপহার দেন বাংলার তাঁতের গামছা। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন নান্দিকের সদস্য ফারহানা তাছমিন হ্যাপী, রুশনী আরা, ক্লীমেন্থ মার্টিন বাড়ৈ, তাপস ঘোষ, মিনহাজ চৌধুরী, আতিফ এনামুল এবং কবি সারাজাত সৌম।
অনুষ্ঠানের শেষে শিল্পীকে লালনের একটি রেপ্লিকা উপহার হিসেবে প্রদান করেন ফারুক এইচ খান।
এমএম