ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশুদের দুধ খাওয়ানোর পদ্ধতি

প্রকাশিত: ০১:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২২

শিশুদের দুধ খাওয়ানোর পদ্ধতি

.

* শিথিল হনআলতো চেয়ারে বসুন বুকের দুধ খাওয়ানোর অভিপ্রায়ে

* নবজাতককে কোলে নিনওর মাথাটা কনুইয়ের মধ্যে নিনও আপনার দিকে ফিরে থাকবেপা দুটো থাকবে ঢালু করে নিচের দিকেআপনার হাত দিয়ে ওকে বেড় দিয়ে ধরে রাখুনআপনার অন্য হাত দিয়ে স্তনের নিচে আঙ্গু দিয়ে সাপোর্ট দিনবোঁটাটি আলতো করে ওর মুখের ভেতর ঢুকায়ে দিনও বোঁটার সঙ্গে সঙ্গে চারপার্শ্বের কালো অংশ (এরিওলা) টুকুও মুখের ভেতর ঢুকায়ে নেবে এবং একটি নলের মতো তৈরি করে চুক চুক করে টানতে থাকবে

* এক পার্শ্বে স্তন পুরাপুরি টানার পর অন্য পার্শ্বের স্তনে ধরুন

* পরের বার যখন দুধ খাওয়াবেন তখন শেষের স্তনটি দিয়ে শুরু করুন

* কতক্ষণ? যতক্ষণ ও টানবে, ততক্ষণ

* কতক্ষণ পর পর খাওয়াবেন? যখনই ও দুধ খেতে চাইবে তখনই দিতে হবে

* প্রথম ২-৩ দিন কষ কষ দুধ আসে একে শাল দুধ বলে, খুবই পুষ্টিসম্পন্ন এই শাল দুধতারপর বাচ্চা যত চুষবে তত আপনার দুধ নামবে

* দুধ খাওয়ানোর পর পেটের বাতাস বের করুনকাঁধে নিয়ে করতে পারেন বা কনুইয়ের মধ্যে ওর দেহ নিয়ে কোলের মধ্যে বসায়ে রাখুন

* কি করে বুঝবেন ও যথেষ্ট দুধ পাচ্ছে? দিনে রাতে যদি ৬ বার প্রস্রাব করে তাহলে বুঝবেন ও যথেষ্ট দুধ পাচ্ছে

* আপনি ৩ বারের জায়গায় ৪ বার খান দিনেতরল খাদ্য বাড়িয়ে দিননিশ্চিন্ত থাকুনমনে রাখবেন অতি ঘুমহীনতা বা দুশ্চিন্তা আপনার দুধের গতিকে কমায়ে দিতে পারেপরিবারের অন্যরা আপনাকে মানসিক সাহচার্য দেবে

* পুরোপুরি ৬ মাস শুধু বুকের দুধ খাওয়ায়ে বাচ্চা পালনের মনোবৃত্তি তৈরি করুন

×