ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্বকের যত্নে গোলাপের চা যে কাজে লাগে

প্রকাশিত: ১৫:৫৮, ৩০ জানুয়ারি ২০২৩

ত্বকের যত্নে গোলাপের চা যে কাজে লাগে

‘রোজ টি’

মানসিক চাপ বা উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন জীবনযাপনে পরিবর্তন আনা। অনেকেই আবার এই সমস্যাকে বশে আনতে ধ্যান, যোগচর্চা বা শরীরচর্চাও করে থাকেন। মানসিক চাপ যে শুধু স্বাস্থ্যের ক্ষতি করে, তা কিন্তু নয়। চোখে-মুখেও ছাপ পড়ে। কম বয়সে চোখের চারপাশে বলিরেখা, ত্বক নিষ্প্রভ হয়ে পড়া, চোখের তলায় কালচে ছোপ নানা উপশম হতে পারে। তবে এ থেকে মুক্তির জন্য পান করতে পারেন গোলাপের চা বা ‘রোজ টি’।

শরীরের যে উপকারে লাগে এই চা:

শুধু মানসিক চাপ বা উদ্বেগ নয়, ‘রোজ টি’ মুখের ঘা, বমি বমি ভাব, মাথার যন্ত্রণা, অম্বল, অতিরিক্ত রক্তপাত, মাইগ্রেন, হজমের সমস্যা, হার্টের স্বাস্থ্য, পুরুষদের বন্ধ্যত্বের সমস্যা ইত্যাদি নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

‘রোজ টি’ বানাতে যা যা লাগবে:

গোলাপের পাপড়ি শুকিয়ে, তার সঙ্গে আরও নানা রকম ভেষজ মিশিয়ে বিশেষ এই ধরনের চা তৈরি করা হয়। যদি বাড়িতে এই চা বানাতে চান, সে ক্ষেত্রে শুধু গোলাপের পাপড়িই যথেষ্ট।

যেভাবে বানাবেন ‘রোজ টি’:

একটি পাত্রে পানি গরম হতে দিন। পানি ফুটে গেলে গ্যাস বন্ধ করে, উপর থেকে গোলাপের কিছু শুকনো পাপড়ি ছড়িয়ে দিন। উপর থেকে ঢাকা দিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। এরপর ছেঁকে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

এমএইচ

×