ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

শীতকালীন পোশাক

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১:১৭, ১৪ নভেম্বর ২০২২

শীতকালীন পোশাক

বাঙালির জীবনে শীতের মৌসুমকে রাঙিয়ে দিতে অগ্রপথিক হিসেবে এদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শীতকাল

বাঙালির জীবনে শীতের মৌসুমকে রাঙিয়ে দিতে অগ্রপথিক হিসেবে এদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শীতকাল নিয়ে প্রথম কাজ শুরু করেন ১৯৯৪ সালে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। তার জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ এর মাধ্যমে। যা অনুকরণীয় হয়ে চলছে এখনো। দীর্ঘ ২৭ বছর ধরে বিশ্বরঙ সৃষ্টিশীল ভাবনায় বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে পোশাকে তুলে ধরেছে সুনিপুণ শৈলীতে প্রতিনিয়ত, সেই ধারাবাহিকতায় বিশ্বরঙ শীতকাল ২০২২ এর পোশাকে প্রকৃতির নান্দনিক রূপের শীতকালীন মোটিফ উপস্থাপন করা হয়েছে পঞ্চ উলের শাল, কাশমেরি শাল, শাড়ি, টি-শার্ট, ফুল হাতা শার্ট, আর্টিফিশিয়াল লেদারের জ্যাকেট, কটি ইত্যাদির মলিন সার্ফেসে।

পোশাকের প্যাটার্নে এসেছে ভিন্নতা। বরাবরের মতো মনমাতানো সব বাহারি ডিজাইনের কালেকশনই থাকছে  বিশ^রঙ এর  শীতকাল ২০২২ সংকলনে। ১ নভেম্বর ২০২২ থেকে শুরু হয়েছে শীতকাল ২০২২ সংকলনের পোশাক প্রদর্শনী। শীতের শেষ দিন পর্যন্ত বিশ্বরঙ-এর সকল শোরুমে এবং অনলাইনে এই প্রদর্শনী চলবে। পোশাক সংক্রান্ত যেকোনো তথ্য পেতে ০১৮১৯২৫৭৭৬৮ নম্বরে ফোন করুন। অথবা ভিজিট করুন আমাদের ই-কমার্স সাইট www.bishworang.website, ফেসবুক পেজ ইরংযড়িজধহম এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট bishworang_official.

×