
গাজায় ভোর থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আলজাজিরা আরবির প্রতিবেদনে আল-আকসা শহীদ হাসপাতালের সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, নিহতদের মধ্যে একটি পরিবারের তিনজন সদস্য রয়েছেন, যারা মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে বসবাস করছিলেন।
এছাড়া, গাজা শহরের রেমাল ও শেখ রাদওয়ান এলাকায় আলাদা হামলায় আরও চারজন নিহত হয়েছেন বলে আল-শিফা হাসপাতালের সূত্র জানিয়েছে।
অন্যদিকে, গাজা শহরের তুফফাহ এলাকার জাফফা স্ট্রিটে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আরও চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন বলে আল-আহলি হাসপাতালের এক সূত্র জানিয়েছে।
হামলার পর গাজার আকাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিমিয়া