ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী ওয়ালটন

প্রকাশিত: ১৯:৪১, ১৪ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৩:৫৫, ১৫ ডিসেম্বর ২০২৪

ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী ওয়ালটন

অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ ২০২৪ সালের ধনী পরিবারের তালিকা প্রকাশ করেছে।যেখানে সে তালিকায় স্থান পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫টি পরিবার। এর মধ্যে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াল্টন পরিবার।

 

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার হল ওয়ালমার্টের ওয়ালটন পরিবার। তাদের সম্পদের পরিমাণ ৪৩২.৪ বিলিয়ন ডলার। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ এবং আরবের রাজপরিবারগুলোর সম্পদের চেয়েও যা বেশি।

ভারতের মধ্যে থেকে এই তালিকায় জায়গা করে নিয়েছে আম্বানি পরিবার। তারা রয়েছেন অষ্টম স্থানে। আর শাপুরজি পলোনজি মিস্ত্রি পরিবার রয়েছে ২৩তম স্থানে।

ওয়ালটন পরিবার ব্লুমবার্গের ধনীতম পরিবারের তালিকায় ফিরে এসেছে মূলত ওয়ালমার্টের শেয়ারের কারণে। ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত, এ বছরের মধ্যে ওয়ালমার্টের শেয়ারের মূল্য ৮০% বেড়েছে, যা তাদের সম্মিলিত পারিবারিক সম্পদ ১৭২.৭ বিলিয়ন ডলার বাড়িয়ে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সম্পদ বৃদ্ধির হার ছিল দিনে প্রায় ৪৭৩.২ মিলিয়ন ডলার বা প্রতি মিনিটে ৩২৮,৫৭৭ ডলার।

 

 

ফুয়াদ

×