ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশি মসজিদ বন্ধ করেছে কুয়ালালামপুর সিটি করপোরেশন

প্রকাশিত: ২১:৩৭, ৬ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় বাংলাদেশি মসজিদ বন্ধ করেছে কুয়ালালামপুর সিটি করপোরেশন

মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটি করপোরেশন (ডিবিকেএল) বাংলাদেশি মসজিদ ‘সুরাও আল খায়ের’ বন্ধ করে দিয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) জুমার নামাজের কিছুক্ষণ আগে, বুকিত বিনতাং এলাকার জালান নাগাসারিতে অবস্থিত এই মসজিদটি ডিবিকেএল এবং আগামা ইসলাম কর্মকর্তাদের উপস্থিতিতে সিলগালা করা হয়।

১৩ বছর আগে বাংলাদেশি ব্যবসায়ী হাজী কবির পাঞ্জেগানা নামাজ আদায়ের উদ্দেশ্যে এই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন। প্রবাসীদের সহযোগিতায় এবং প্রায় ৬০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত ব্যয়ে মসজিদটি নির্মিত হয়। মসজিদে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ মুসল্লি পাঞ্জেগানা নামাজ আদায় করতেন এবং জুমার নামাজে প্রায় দেড় হাজার মুসল্লি অংশগ্রহণ করতেন, যাদের মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীরা ছিলেন।

মসজিদটির তত্ত্বাবধায়ক রাসেল রানা জানান, ডিবিকেএল মসজিদটি বন্ধ করার কারণ হিসেবে জানিয়েছে যে এটি সিটি করপোরেশনের জমিতে নির্মিত, যা মালয়েশিয়ার আইন অনুযায়ী বেআইনি। এই কারণেই মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে।

নাহিদা

×