ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সুখবর, কুয়েত প্রবাসীদের এনআইডি প্রদানের প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ২২:৩৪, ২ এপ্রিল ২০২৪

সুখবর, কুয়েত প্রবাসীদের এনআইডি প্রদানের প্রস্তুতি সম্পন্ন

কুয়েতের বাংলাদেশ দূতাবাস। 

দীর্ঘদিন ধরে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রত্যাশা করছিলেন। কাঙ্ক্ষিত সেবাটি কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পেতে যাচ্ছেন খুব শিগগিরই। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি সুসংবাদ।

মঙ্গলবার (২ এপ্রিল) কুয়েতের বাংলাদেশ দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে কাউন্সিলর দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এনআইডি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত প্রবাসীদের নানা প্রশ্ন ও জিজ্ঞাসার জবাবে আগামী শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দূতাবাসের হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানসহ বাংলাদেশ থেকে আগত নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

২০২১ সালের নভেম্বর মাসে কুয়েত দূতাবাস জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভিস চালু সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছিল। এর ফলশ্রুতিতে গত মাসে বাংলাদেশ থেকে টেকনিক্যাল সাপোর্ট টিম কুয়েতে আসে। এরই মধ্যে এনআইডি সার্ভিস চালুর প্রয়োজনীয় সার্বিক কাজ সম্পন্ন করেছেন তারা।

স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ২২টি নাগরিক সুবিধা গ্রহণ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এ সুবিধা পেতে অনলাইন জন্ম সনদ কপি, বৈধ বাংলাদেশি পাসপোর্ট কপি, ইউনিয়ন অথবা পৌরসভা হতে নাগরিক সনদ, ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন), শিক্ষাগত যোগ্যতা সনদের কপি (যদি থাকে) থাকতে হবে। এছাড়াও পিতা, মাতা, স্বামী, স্ত্রীর জাতীয় পরিচয় পত্র নম্বর থাকতে হবে।

এম হাসান

×