ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গরমে অসুস্থ রোগীর চিকিৎসায় কোভিড ডেডিকেটেড হাসপাতাল 

প্রকাশিত: ১৮:৩৮, ২২ এপ্রিল ২০২৪

গরমে অসুস্থ রোগীর চিকিৎসায় কোভিড ডেডিকেটেড হাসপাতাল 

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, গরমে অসুস্থতা জনিত রোগীদের চিকিৎসা সেবায় ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতাল জরুরি অবস্থার জন্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। 

সোমবার (২২ এপ্রিল) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে অধ্যাপক আনু মোহাম্মদের চিকিৎসার ব্যাপারে বোর্ড মিটিংয়ে অংশ নেন তিনি। মিটিং শেষে সাংবাদিকদের জানান বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে আনু মোহাম্মদের সমন্বিত অপারেশন করা হবে।  

প্রধানমন্ত্রী ফোন করে আনু মোহাম্মদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন বলেও জানান মন্ত্রী। গরমে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি রোগীদের চিকিৎসা সেবা দিতে সারা দেশের হাসপাতালগুলোকে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তথ্য দেন তিনি। জানান এই গরমে মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থীদের শুধু অনলাইন ক্লাস হবে। তবে নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শহিদ

×