ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

করোনা শনাক্তের হার ৬ দশমিক ৫৭ শতাংশ

প্রকাশিত: ২১:০৭, ২৭ মে ২০২৩

করোনা শনাক্তের হার ৬ দশমিক ৫৭ শতাংশ

ফাইল ছবি।

সারা দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।এ সময় করোনা শনাক্ত হয়েছেন ৬১ জন। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ৫৭ শতাংশ। 

শনিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৮ হাজার ৮৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ১৯৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৩৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২৯টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এমএম

সম্পর্কিত বিষয়:

×