চন্দন সিনহা ও কনা
ঈদ আয়োজনে এটিএন বাংলায় আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘ইমরান শো’। তবে এবার একটু ভিন্নভাবে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এবারের অনুষ্ঠানে চন্দন সিনহা তার গাওয়া ৬টি গান নিজেই পরিবেশন করবেন। একটি গানে চন্দনের সঙ্গে থাকছেন সংগীতশিল্পী কনা। সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। আবার উপস্থাপনা নিয়ে ইমরান বলেন, গত ঈদে প্রথমবারের মতো এ অনুষ্ঠান করে বেশ প্রশংসা পেয়েছি।
তা ছাড়া আমার খুবই পছন্দের এই জুটির সঙ্গে চলচ্চিত্রে বেশ কিছু কাজ করার সুযোগ হয়েছে, বোঝাপড়াও ভালো। তাই এবারও করলাম, অনেক ভালো লাগল। অনুষ্ঠানে চন্দন সিনহার সঙ্গে একটি গানে অংশগ্রহণকারী শিল্পী কনা বলেন, আমি বরাবরই চন্দনদার ভক্ত। দাদার সঙ্গে তার একক অনুষ্ঠানে তার সঙ্গেই একটি গান করে অনেক ভালো লাগছে ও সম্মানিতবোধ করছি। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল