ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

যে কারণে অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন নায়ক সোহেল রানা

প্রকাশিত: ১৫:৪০, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:০৬, ১৭ এপ্রিল ২০২৫

যে কারণে অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন নায়ক সোহেল রানা

ছবি সংগৃহীত

স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের উজ্জ্বল নাম মাসুদ পারভেজ, যিনি ‘সোহেল রানা’ নামেই বেশি পরিচিত। দীর্ঘ ৫২ বছরের বর্ণাঢ্য অভিনয় জীবনের ইতি টানলেন তিনি। একই সঙ্গে জানিয়ে দিলেন, রাজনৈতিক অঙ্গনেও আর দেখা যাবে না তাঁকে।

চলচ্চিত্রে তাঁর পথচলা শুরু বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে। মুক্তিযুদ্ধের রক্তগাথা নিয়ে নির্মিত এ সিনেমা মুক্তি পায় ১৯৭২ সালে। এরপর ১৯৭৪ সালে জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’ হিসেবে প্রথমবার বড় পর্দায় হাজির হন অভিনেতা সোহেল রানা। সেই সিনেমার পরিচালনায়ও ছিলেন তিনি নিজেই।

এরপর একে একে অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে, হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার। কাজ করেছেন একাধিক জনপ্রিয় সিনেমায়, পেয়েছেন দর্শকদের ভালোবাসা ও সম্মান।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সোহেল রানা বলেন, “১৯৭৩ সালে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। সেই হিসাবে প্রায় ৫২ বছর পেরিয়ে গেছে। এখন শরীরটা আর সাপোর্ট করে না। অভিনয়টা মনের মধ্যে লালন করি, কিন্তু পেশাদারভাবে আর দেখা যাবে না আমাকে। রাজনীতিও নয়, দুটো ক্ষেত্র থেকেই অবসর নিলাম।”

সোহেল রানা বর্তমানে ৭৯ বছর বয়সে পা রেখেছেন। বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। “এখন থাকা মানে জোর করে থাকা,” বলেন এই বর্ষীয়ান শিল্পী।

অভিনয় ছাড়ার ঘোষণা দিতে গিয়ে বর্তমান চলচ্চিত্রজগত নিয়েও আক্ষেপ প্রকাশ করেন সোহেল রানা। তিনি বলেন, “বিদেশে দেখি, বয়স্ক শিল্পীদের জন্য আলাদা চরিত্র তৈরি করা হয়। আমাদের দেশে বয়স হলেই বাবা-চাচা কিংবা পেছনের চরিত্রে ঠেলে দেওয়া হয়। ভালো চরিত্র না পেলে কাজের আগ্রহ থাকে না। এ কারণে নিজে থেকেই সরে যাচ্ছি।”

আশিক

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার