ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড আর নেই

​​​​​​​সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ২১ জুন ২০২৪

অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড আর নেই

.

দুইবার গোল্ডেন গ্লোবজয়ী কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ডোনাল্ড সাদারল্যান্ডের ছেলে অভিনেতা কিফার সাদারল্যান্ড বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন- ভারাক্রান্ত হৃদয়ে বলছি, আমার বাবা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন। আমি ব্যক্তিগতভাবে তাকে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিনেতাদের একজন মনে করি। ভালো, মন্দ কিংবা কুৎসিত কোনো চরিত্রই তাকে দমাতে পারেনি। তিনি নিজের কাজকে ভালোবাসতেন এবং যা ভালোবাসতেন সেসবই করতেন। এর চেয়ে মানুষ বেশি আর কি- বা চাইতে পারে? জীবনটা ভালোভাবেই কাটিয়ে গেছেন তিনি। ডোনাল্ড সাদারল্যান্ডের স্মৃতিকথামেড আপ, বাট স্টিল ট্রুআগামী নভেম্বরে বাজারে আসার কথা রয়েছে। অভিনেতা হিসেবে তার পথচলার ঘটনাগুলো তুলে ধরা হয়েছে এতে। বই প্রকাশের আগেই পরপারে চলে গেলেন তিনি। তার চার ছেলে এক মেয়ে।

১৯৩৫ সালের ১৭ জুলাই কানাডায় জন্মগ্রহণ করেন ডোনাল্ড সাদারল্যান্ড। রেডিওর নিউজ রিপোর্টার হিসেবে চাকরি শুরুহয়েছিল তার। ১৯৫৭ সালে কানাডা ছেড়ে লন্ডনে পাড়ি জমান তিনি। লন্ডন একাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্টে পড়াশোনা করেন। তার জনপ্রিয় সিরিজের তালিকায় আছেডার্টি সেক্সি মানি’, ‘কমান্ডার-ইন-চিফপ্রভৃতি।

×