ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কানে নেপোলিয়নের ওয়ার্ল্ড প্রিমিয়ার

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ২০ এপ্রিল ২০২৪

কানে নেপোলিয়নের ওয়ার্ল্ড প্রিমিয়ার

কান চলচ্চিত্র উৎসব

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে ‘নেপোলিয়ন’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে ১৪ মে। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের ধ্রুপদী বিভাগে দেখানো হবে ‘নেপোলিয়ন’ (১৯২৭)। দক্ষিণ ফ্রান্সে কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে কান ক্ল্যাসিকসের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
দুটি ভিন্ন যুগে বিভক্ত ৭ ঘণ্টা দৈর্ঘ্যরে ‘নেপোলিয়ন’। এর অসামান্য পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পন্নের অংশ হিসেবে মূল কাহিনী পুনরায় আবিষ্কারের জন্য বিভিন্ন উৎস ব্যবহার করা হয়েছে। এর প্রথম অংশের দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৪০ মিনিট। কান উৎসবে দেখানো হবে এই সংস্করণ।

কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ফ্রান্সের সরকারি সংস্থা  ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার অব সিনেমার (সিএনসি) সহায়তায় প্যারিসের প্রেক্ষাগৃহ সিনেমাতেক ফ্রঁসেজের অসামান্য ও আবেগময় প্রচেষ্টার ফলে ‘নেপোলিয়ন’ পুনর্গঠন ও পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। ফরাসি পরিচালক জর্জ মুরিয়ের ও তার দল ফ্রেম-বাই-ফ্রেম কাজ করেছেন এবং প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ ফিল্ম পর্যালোচনা করেছেন।

×