ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

অঝোরে কাঁদলেন মাধুরী

প্রকাশিত: ১৪:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

অঝোরে কাঁদলেন মাধুরী

মাধুরী দীক্ষিত।

রিয়েলিটি শো ‘ড্যান্স দিওয়ানে-৪’-এর বিচারক মাধুরী দীক্ষিত ও সুনীল শেঠি। অনুষ্ঠানটির নতুন এক প্রোমেতে দেখা গেল, অঝোরে কাঁদছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত! সজল চোখ আরেক বিচারক সুনীল শেঠিরও। 

কেন এমন হয়েছে? তাঁদের কাঁদতে হচ্ছে বিচারকের আসনে বসে? এবার তাহলে খুলেই বলা যাক- দুই শিশুর নাচ দেখেই চোখের পানি ধরে রাখতে পারেননি দুই শিল্পী।

সম্প্রতি রিয়েলিটি শো ‘ড্যান্স দিওয়ানে-৪’-এর নতুন প্রোমোতে দেখা যায়, হৃতিক রোশনের ‘অগ্নিপথ’ সিনেমার গান ‘আভি মুঝ মে কাহিন’-এর তালে নাচছে দুই প্রতিযোগী। থিম জীবন ও মৃত্যু। 

 এসআর

×