ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

জুলাই বিপ্লবে বিজয়ের আনন্দে জবিতে গরুভোজ

জবি সংবাদদাতা

প্রকাশিত: ১৮:৫৪, ৭ নভেম্বর ২০২৪

জুলাই বিপ্লবে বিজয়ের আনন্দে জবিতে গরুভোজ

ছাত্রলীগকে নিষিদ্ধ ও আওয়ামী ফ্যাসীবাদ এবং তাদের দোসরদের দেশ থেকে বিতাড়িত করে জুলাই ২০২৪ বিপ্লব সফল হওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া স্বরুপ ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে এক গুরুভোজের আয়োজন করা হবে।

আগামী ৯ নভেম্বর শনিবার এ গরুভোজের আয়োজন করা হবে বলে জানান বিভাগের শিক্ষার্থীরা। সেই উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) গরুটিকে নিয়ে পুরো ক্যম্পাসে মিছিল করে বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা, ফ্যাসিবাদ ও তাদের দোসরদের পতনের খুশিতে আল্লাহ নিকট শুকরিয়া আদায় স্বরুপ এ আয়োজন করা হয়েছে। একই সাথে এ আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এক পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধাবোধের সৃষ্টি হবে।

এ বিষয়ে বিভাগের সহকারী অধ্যাপক ড. তারেক বিন আতিক বলেন, দীর্ঘ ১৫ বছর যাবৎ আমাদের উপর জেকে বসা ফ্যাসিবাদ ও তাদের দোসরদের নির্যাতন থেকে মুক্তি পাওয়ার মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় স্বরুপ এ আয়োজন করা হয়েছে। বিভাগের শিক্ষকেরা মিলেই আমরা এ আয়োজন করেছি।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহান প্রামানিক বলেন, বিভাগে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দুই দোসর মিরাজ ও সাজবুল জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্যাতন চালায়। তাদের নামেই গরুটির নামকরণ করা হয়েছে৷ আজ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগ সন্ত্রাসীমুক্ত একটি বিভাগ। এ উপলক্ষে আমরা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা মিলে একটি মেজবানির আয়োজন করেছি।

বিভাগের আরেক শিক্ষার্থী জুয়াইরিয়া বলেন, দীর্ঘদিন পর বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীরা মিলে এমন একটি মিলনমেলার আয়োজন করতে পেরে ভালোই লাগছে। এ আয়োজনের মাধ্যমে আমরা আগামী দিনেও সকলে ঐক্যবদ্ধ ভাবে সকল প্রকার অন্যায়কে প্রতিহত করতে প্রেরণা লাভ করবো ইনশাআল্লাহ।

রাজু

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে