ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

বুধবার থেকে প্রাথমিকে শুরু শ্রেণি কার্যক্রম

প্রকাশিত: ১২:২৯, ১৩ আগস্ট ২০২৪

বুধবার থেকে প্রাথমিকে শুরু শ্রেণি কার্যক্রম

শিক্ষা প্রতিষ্ঠান

দেশের সব প্রাথমিক বিদ্যালয়গুলো আগেই খোলা ছিল। তবে স্বাভাবিক ছিল না শ্রেণি কার্যক্রম। পাঠদান অব্যাহত রাখতে নতুন করে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

ফলে বুধবার থেকে মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণি কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জনকণ্ঠকে বলেন, এতদিন আমাদের স্কুলগুলো খোলা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক ছিল না। এ কারণে আমরা আদেশ দিয়েছি বুধবার থেকে পূর্ণউদ্যমে স্কুলগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হবে। 

এদিকে মঙ্গলবার জারি করা আদেশে বলা হয়, উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ০৩/০৮/২০২৪ তারিখের  স্মারকে জারিকৃত অফিস আদেশের কার্যকারিতা এতদ্বারা রহিত করা হলো। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 এসআর

×