ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে বৈষম্যমূলক শুল্কনীতি প্রত্যাহারের দাবি

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০০:০০, ৫ নভেম্বর ২০২৪

রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে বৈষম্যমূলক শুল্কনীতি প্রত্যাহারের দাবি

.

জাপানি উন্নতমানের রিকন্ডিশন্ড গাড়ি ক্রেতাদের কাছে সহজলভ্য করতে আমদানিতে বৈষম্যমূলক শুল্কনীতি প্রত্যাহারের দাবি করেছেন এ খাতের উদ্যোক্তারা। তাঁদের মতে, বর্ধিত শুল্কহার কমানো হলে রিকন্ডিশন্ড গাড়ির বিক্রি বাড়বে এবং এতে সরকারের রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। কিন্তু নিম্ন মানের হাইব্রিড নতুন গাড়ির আমদানিতে ভোক্তারা ঠকছেন, পরিবেশ দূষণ হচ্ছে ও সড়ক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। অন্যদিক হাইব্রিড গাড়ির দাপটে রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসা সংকুচিত হয়ে আসছে। ফলে উদ্যোক্তারা টিকে থাকার চ্যালেঞ্জে পড়েছেন।
বারভিডা নির্বাচন-২০২৪ সামনে রেখে রবিবার রাতে ইস্কাটনের লেডিস ক্লাবে সদস্যদের মিলনমেলা অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে এসব তথ্য আসে। ওই অনুষ্ঠানে গণতান্ত্রিক পরিষদের প্যানেল লিডার ও বারভিডার প্রেসিডেন্ট প্রার্থী আব্দুল হক তাঁর বক্তব্যে বলেন, জাপানি রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এনবিআরের বৈষম্যমূলক শুল্কনীতি। আমরা দীর্ঘদিন ধরে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে ব্যবসাবান্ধব শুল্কনীতির কথা বলে আসছি। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ ব্যাপারে এখনো কোন বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে নতুন গাড়ির চেয়ে জাপানি রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে কয়েকশগুণ শুল্ক বেশি দিতে হচ্ছে। এতে করে ব্যবসা ছোট হয়ে আসার পাশাপাশি সরকারেরও রাজস্ব আয় কমে যাচ্ছে।

অথচ শুল্ক কমালে গাড়ি বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে সরকারেরও রাজস্ব বাড়ে, সেটির বাস্তব উদাহরণ মাইক্রোবাস আমদানি। তিনি বলেন, ব্যবসায়ীদের দাবির মুখেই বাজেটে মাইক্রোবাসের আমদানি শুল্ক কমানো হয়েছিল। এর সুফল সবাই পেয়েছে। নির্বাচন প্রসঙ্গে আব্দুল হক বলেন, যারাই নির্বাচিত হয়ে আসবেন আশা করছি তারাই এ খাত উন্নয়নে কাজ করবেন। গণতান্ত্রিক পরিষদের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, প্রবীণ ও নবীনের সমন্বয়ে এই প্যানেল গঠন করা হবে। রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসা উন্নয়নে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করব। এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক প্রার্থী মো. রিয়াজ রহমান বলেন, রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসা এখন সেকেন্ড জেনারেশনের হাতে। সমস্যা কাটিয়ে এই ব্যবসা নতুন জেনারেশন এগিয়ে নিয়ে যাবে। আব্দুল হক ভাই একজন অভিজ্ঞ ব্যবসায়ী ও রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের পথিকৃৎ। আমরা তাঁর নেতৃত্বে এগিয়ে যাব ইনশাআল্লাহ।  
মিলনমেলা অনুষ্ঠানে সংগঠনটির ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং গণতান্ত্রিক পরিষদকে বিজয়ী করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোটে ২৫ জন সদস্য নির্বাচিত হবেন। নির্বাচিতদের মধ্য থেকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেলসহ ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এবার একাধিক প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

×