ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

রাজশাহী ও রংপুর

রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পুরষ্কৃত করল রুপালী ব্যাংক

প্রকাশিত: ১৮:১৯, ৫ মার্চ ২০২৩

রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পুরষ্কৃত করল রুপালী ব্যাংক

পুরস্কার তুলে দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর

রূপালী ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ প্রদান এবং রেমিট্যান্স আহরণে গতি আনয়নের লক্ষ্যে সেরা রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পুরষ্কৃত করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। 

গত শুক্রবার এই কর্মসূচির অংশ হিসেবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করার লক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহে সেরা রেমিট্যান্স প্রেরণকারী ৪০ গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় তিনি দেশের স্বার্থে গ্রাহকদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান। অনুষ্ঠানে রংপুর ও রাজশাহী অঞ্চলের বিভাগীয় প্রধান মো. নোমান মিয়া ও মো. ফকরুল হাসান উপস্থিত ছিলেন। 

এছাড়াও রূপালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো. মাসুদসহ সেরা রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

রহিম শেখ

×