ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

প্রয়োজন যতটুকু, কিনুন ঠিক ততটুকু

প্রকাশিত: ২১:১৯, ২৯ জানুয়ারি ২০২৩

প্রয়োজন যতটুকু, কিনুন ঠিক ততটুকু

নিত্য প্রয়োজনীয় পণ্য

বাজারদরের ঊর্ধ্বগতিতে ক্রেতাদের সুবিধার জন্য ১ থেকে ৫০ টাকায় মিলছে নানা পণ্য। প্রয়োজন যতটুকু, কিনুন ঠিক ততটুকু। 

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে পাটোয়ারী স্টোর। যেখানে মিলছে ১ থেকে ৫০ টাকার মূল্যের নানা পণ্য। 

স্থানীয় একজন বলেন, এখন থেকে মাছ নেই, ২০ টাকার মাংস নেই, ১০ টাকার তেল নেই। আরেকজন বলেন, যার যতটুকু লাগবে সে (জুয়েল) ততটুকুই দিতে পারবে। এ সুবিধাটা অন্যান্য জায়গায় কেউ পাওয় না। 

ঊর্ধ্বমূল্যের বাজারে যেখানে কেজির নিচে যেখানে মিলে না কিছুই সেখানে সাধারণের সুবিধার কথা চিন্তা করে যেকোনো ধরণের পণ্য ভাগ করে বিক্রি করছেন দোকানের মালিক জুয়েল। খোদ রাজধানীর বুকে এ আয়োজন যেন চারপাশ বদলে দেয়ার আভাস। সামর্থ্যহীন সাধারণের এক বেলার খাবার জুটে যায় এ দোকানেই।

সেঞ্চুরি হাঁকিয়ে চলা চিনি আর তেল মিলছে মাত্র ১ টাকায়। নুন আন্তে পান্তা ফুরানো পরিবারের লবণ যাতে না ফুরোয় সেটির ব্যবস্থাও জমজমাট। সঙ্গে মনের খায়েশ মিটাতে খিচুড়ি, মাংস আর ইলিশের একটু স্বাদ, সামর্থ্যহীন পরিবারগুলোকে দিচ্ছে আশা।

দোকানদার বলেন, কাঁচা মরিচ ২ টাকার, ১ টাকার নেয়ারও সুযোগ আছে। আমি দেই। কারও একদিনের জিরার প্রয়োজন সে তাগিদে ১ টাকার জিরার সিস্টেমও আমার কাছে আছে। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে সামর্থবানদের কেনাকাটার পাশে সাধারণ মানুষ আছে পুরোপুরি চাপে। সেটি থেকে নিরাময়ে এ আয়োজনে স্বস্তি এলাকার মানুষের।

 

এমএস

monarchmart
monarchmart