ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

টানা তিনদিন শেয়ারবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ২১:২৪, ২৯ জুলাই ২০২০

টানা তিনদিন শেয়ারবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানিগুলোর আধিপত্য থামেনি। তবে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্য সূচকের উত্থানের দিনে স্বল্প মূলধনী বেশ কিছু কোম্পানির দর বেড়েছে। ঈদ-উল-আজহার ছুটির আগে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই উর্ধমুখী থাকল শেয়ারবাজার। বাজার বিশ্লেষকরা মনে করছেন, করোনা সংক্রমণের হারের নিম্নমুখী প্রবণতা এবং ঈদ-উল-আজহার ছুটির আগে শেয়ার বিক্রির প্রবণতা কমে যাওয়ার কারণেই সূচকের এই উর্ধমুখী প্রবণতা। আগামীতে শেয়ারবাজার আরও ভাল হবে এমন আশাবাদ বিনিয়োগকারীদের মাঝে ছড়িয়ে পড়ার কারণেও এই চাঙাভাব। ফ্লোর প্রাইস সংক্রান্ত জটিলতার অবসানও বাজারে ইতিবাচক প্রভাব রাখছে বলে তারা মনে করছেন। এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৫৭ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ ২ পয়েন্ট কমে ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৭টির। আর ১৭৮টির দাম অপরিবর্তিত রয়েছে। সারাদিনে বাজারটিতে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৬০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৩৭ কোটি ১৮ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৭ কোটি ৪২ লাখ টাকা। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৫০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে এর পরের স্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে -ফাইন ফুডস, বেক্সিমকো, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং খুলনা পাওয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৭ কোটি ২২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২২৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির।

শীর্ষ সংবাদ:

জেসমিনের মৃত্যু, মেজরসহ র‍্যাবের ১১ সদস্য ক্লোজড
গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
বৈধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কমবে না বিদ্যুতের দাম
ঈদে ফেরিতে ছয় দিন ট্রাক পারাপার বন্ধ
দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
স্বল্প আয়ের মানুষদের কাছে কম দামে মাছ মাংস বিক্রি
রমজান ও ঈদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কর্মকর্তাদের নির্দেশ আইজিপির
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
৫ এপ্রিল থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি
বৈকালিক চেম্বারের কার্যক্রম উদ্বোধন, হাসপাতালের তালিকা প্রকাশ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা