ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনিয়র সচিবের পদমর্র্যাদা পেলেন খায়রুল হোসেন, অতিরিক্ত সচিব তিন কমিশনার

প্রকাশিত: ০৪:৩০, ১৮ মার্চ ২০১৮

সিনিয়র সচিবের পদমর্র্যাদা পেলেন খায়রুল হোসেন, অতিরিক্ত সচিব তিন কমিশনার

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা পেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন। তিন কমিশনার পেয়েছেন অতিরিক্ত সচিবের পদ মর্যাদা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। একইসঙ্গে তিন কমিশনারের জন্য পৃথক তিনটি আদেশ জারি করে। আদেশ অনুযায়ী, বর্তমান চুক্তির মেয়াদকাল পর্যন্ত তিনি এই পদমর্যাদা, বেতন-ভাতা ও বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি পাবেন। ২০১৪ সালের ১০ এপ্রিল চার বছরের চুক্তিতে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম খায়রুল হোসেন। তিনি যোগ দেন ওই বছরের ১৫ মে। আগামী ১৪ মে তার মেয়াদ শেষ হচ্ছে। প্রশাসনের অতিরিক্ত সচিবের পদমর্যাদা পেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিএসইসির ৩ কমিশনার। এরা হলেন- বিএসইসির কমিশনার অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন নিজামী, মোঃ আমজাদ হোসেন, অধ্যাপক স্বপন কুমার বালা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত পৃথক তিনটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, বর্তমান চুক্তির মেয়াদকাল পর্যন্ত তারা এই পদমর্যাদা, বেতন-ভাতা ও বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি পাবেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ আমজাদ হোসেনের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৩০ এপ্রিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন নিজামী কমিশান পদের মেয়াদ শেষ হবে ৩ মে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক স্বপন কুমার বালা ২০২০ সালের ১৭ এপ্রিল পর্যন্ত বহাল থাকবেন।
×