ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যাত্রীবাহী ফ্লাইং ট্যাক্সি বানাতে চায় পোর্শ

প্রকাশিত: ০৪:৩৫, ৫ মার্চ ২০১৮

যাত্রীবাহী ফ্লাইং ট্যাক্সি বানাতে চায় পোর্শ

যাত্রীবাহী ফ্লাইং ট্যাক্সি বানাতে আগ্রহের কথা জানিয়েছেন স্পোর্টস গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোর্শ-এর প্রধান নির্বাহী ডেটলেভ ভন প্ল্যাটেন। শহরে ফ্লাইং ট্যাক্সি ও রাইড শেয়ারিং সেবার সম্ভাবনাময় বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতেই এই খাতে আগ্রহ প্রকাশ করেছে পোর্শ, জার্মান ম্যাগাজিন আটোমোবিলওশেকে একথাই জানিয়েছেন প্ল্যাটেন। ফ্লাইং ট্যাক্সি বানাতে ইতোমধ্যেই কাজ করছে অনেক প্রযুক্তি ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এবার প্রতিযোগিতায় নামছে ফোক্সভাগেন গ্রুপ-এর স্পোর্টস গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। প্ল্যাটেন বলেন, ‘এটা সত্যিই দারুণ হবে। আমি যদি জুফেনহাউসেন (পোর্শ প্ল্যান্ট) থেকে স্টুডগার্ট এয়ারপোর্ট-এ যাই, আমার অন্তত আধাঘণ্টা সময় লাগে, যদি আমি সৌভাগ্যবান হই। উড়ে গেলে মাত্র সাড়ে তিন মিনিট লাগতে পারে।’ উডুক্কু গাড়ির নক্সার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারে পোর্শ। -অর্থনৈতিক রিপোর্টার
×