প্রতীকী ছবি
আজ ২৫ সেপ্টেম্বর, ‘বিশ্ব স্বপ্ন দেখা দিবস।’ ২০১২ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওজিওমা এগুয়াওয়ানওয়ের উদ্যোগে দিবসটির যাত্রা শুরু হয়।
বিশ্ব স্বপ্ন দিবসের উদ্দেশ্য হচ্ছে- সবার মধ্যে উৎসাহ তৈরি করা। সবার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রয়াস। একটি ভালো কিংবা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আমরা সবাই-ই দেখি।
আমাদের স্বপ্ন পূরণে অনেক বাধার সম্মুখীন হতে হয়। এই বাধা কাটিয়ে কীভাবে স্বপ্ন পূরণে আরও বেশি উদ্যমী হওয়া যায়, সেটি অনুধাবন করাতেই এই দিবস।
মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো স্বপ্ন দেখা। যে মানুষটি আজ বেঁচে আছে, সে এক বা একাধিক স্বপ্নকে সামনে রেখেই বেঁচে আছে।
দিবসটি উদযাপনের উদ্দেশ্য ইতিবাচক। তার লক্ষ্য এমন- একটি দিন রাখা, যেদিন মানুষ নিজের স্বপ্ন নিয়ে ভাববে এবং তা পূরণে অনুপ্রাণিত হবে।
বর্তমানে যে কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলা হচ্ছে, সেটাও কারো না কারো স্বপ্ন ছিল। তার মানে এ কথা বলাই যায়, বিশ্বের অনেক কিছুই স্বপ্ন হিসেবে শুরু হয়েছে।
স্বপ্ন দিবস উদযাপনের ভালো উপায় হলো, নিজের স্বপ্নগুলো নিয়ে ভাবা। শুধু ভাবলেই হবে না সেই স্বপ্ন পূরণে পরিকল্পনা করা।
এসআর