ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিকা না দেয়ার খেসারত

ইন্দোনেশিয়া ট্যুর হচ্ছে না জামাল ভুঁইয়াদের

প্রকাশিত: ২৩:৫৪, ১৪ জানুয়ারি ২০২২

ইন্দোনেশিয়া ট্যুর হচ্ছে না জামাল ভুঁইয়াদের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ^ব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত দুই বছর নেতিবাচক প্রভাব পড়েছিল ক্রীড়াবিশে^ও। বন্ধ হয়ে গিয়েছিল সব ধরনের খেলাধুলা। পরে ভ্যাকসিন আবিষ্কারের পর ধীরে ধীরে শর্তসাপেক্ষে আবারও শুরু করা হয় ক্রীড়া আয়োজন। বাংলাদেশেও তাই হয়। ঘরোয়াভাবে কোন সমস্যা না হলেও দেশের বাইরে গিয়ে খেলার ব্যাপারে অবশ্য কিছুটা জটিলতার সম্মুখীন হতে হয়। যেমন : কোভিড টেস্ট করা, লম্বা সময়ের কোয়ারেন্টাইনে থাকা এবং দলের সবার ডাবল ডোজ টিকা নিশ্চিত করা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরকারের কাছ থেকে টিকা এনে প্রায় সব ক্রিকেটারকেই টিকা দিয়েছে। একই চেষ্টা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। তারাও সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যক টিকা সংগ্রহ করে। কিন্তু তারপরও ঝামেলায় পড়ে গেছে তারা। কেননা জাতীয় ফুটবল দলের সব খেলোয়াড়কে এখনও ডাবল ডোজ টিকা দেয়াতে পারেনি তারা। আর এর খেসারতও এখন দিতে হচ্ছে। এই মাসের শেষ সপ্তাহে ইন্দোনেশিয়ায় গিয়ে পূর্ব নির্ধারিত দুটি প্রীতি ম্যাচ খেলতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফলে বাফুফেকে বাতিল করতে হয়েছে ইন্দোনেশিয়া ট্যুর। তবে শনিবার দেশে আসছেন জাতীয় দলের নতুন স্প্যানিশ কোচ জাভিয়ের ক্যাববেরা। বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় এ তথ্য জানান বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
×