ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০০:২০, ৭ জানুয়ারি ২০২২

কবিতা

প্রিয় রোকোনালী [কবি, আদিত্য নজরুল, প্রীতিভাজন] মাকিদ হায়দার পাবনার সাঁথিয়া হইতে শাহেদ নিজামী শেরপুরের জামান চাচা এবং জয়পুরহাটের কসাই আলীম ঢাকার লালবাগের গোলাম রসুল একদিন সূর্যোদয়ের পূর্বেই আমার প্রিয় মাতুল রোকোনালীর রাজাবাজারের গৃহে আসিয়া উপস্থিত হইলেন। তাহারা তাহাদের আগমনের হেতু উদ্দেশ্য বর্ণনা শেষে বলিলেন, পরম শ্রদ্ধার রোকোনালী স্যার আপনার পদধূলি লইয়া অদ্য ধন্য হইলাম আমরা সবাই। তবে এক্ষুনি আপনাকে আমাদের সহিত যাইতে হইবে কুর্মিটোলা ক্যান্টনমেন্ট যেহেতু আপনার পূর্ব পরিচিত ওমরাও খান এবং নিয়াজী সাহেবকে হাজার কথা বলিতে হইবে নয়তো যে কোনদিন, সোনার পাকিস্তান বদমাইশ ইন্দিরা দুই টুকরা করিয়া দিবে, লক্ষ্য রাখিবেন সেই কর্ম যেন ওই হারামজাদী করিতে না পারে এ দিনের টুঙ্গিপাড়ার মাঝি মাল্লাদের সর্দার খোকা মিয়া নিমক হারাম সোনার পাকিস্তানের ভাত মাছ খাইয়া বড়ো হইয়া ভুলিয়া গিয়াছে অুীত কথাগুলি নিয়াজী সাহেবকে বলিতে না পারিলে ধ্বংস হইয়া যাইবে সোনার পাকিস্তান অতুল তখন বলিলেন এক্ষুনি চলুন, এই মুহূর্তে সেই দিন দেখা সাক্ষাৎ শেষে নিয়াজী সাহেব মাতুলকে বলিলেন, পূর্ব পাকিস্তানের গভর্নর হইবেন চুয়াডাঙ্গার ডাক্তার আবদুল মালেক, মোনেম খানকে নাকি হত্যা করিয়াছে, চুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। যাইহোক ইহা ছাড়া অন্যান্য দফতর বণ্টন করিবেন সাঁথিয়ার শাহেদ নিজামী। কলটি শুনিয়া জয়পুরহাটের কসাই আলীম শেরপুরের জামান চাচা, দুজনই বলিলেন চুক্তিযোদ্ধাদের মস্তক দ্বিখ-িত করিয়া অগ্নিসংযোগ করিবেন গোলাম রসুল। সেই দুপুর বেলায় যা কিছু সিদ্ধান্ত হইয়াছিল তাহাই বাস্তবায়ন করিলেন দলেবলে পাঁচজন। নয় মাস পরে মাতুল আমার পালাইয়া যাইবার সময় তিনি তাহার গোপন ডায়েরি আমার হাতে তুলিয়া দিয়া চুপিসারে কহিলেন হিন্দুদের ধর্মান্তরিত না করিলে তাহারা সকলেই নরকে যাইতো আমাকে গোপনে বলিলেন, যদি কোনদিন ফিরিয়া আসি তুই আমাকে গোপনে জাগাইয়া দিবি তিরিশ লাখ লোককে ঠিকমতো হত্যা করা হইয়াছিল কিনা। প্রিয় রোকোনালী দীর্ঘজীবী হোক। ** জাল দালান জাহান নতুন রূপে ফিরে আসে পুরনো শকুন ফিরে আসে বারে বারে আগলে রাখা খুন বিজয়ী রক্তে প্লাবিত ভূমি পুড়িয়ে রোজ জয় খচিত সবুজে করে চিন্ময় খোঁজ। আজও স্টেশনে দাঁড়িয়ে পতাকা বেঁচে জল কাঁদে হিন্দুর ছেলে তপন সুবিমল অন্ধকার ঘোড়ায় আসে জলের কুমির তাসের পিঠে তাস রেখে ছাড়ে তুর্কির তীর মস্তিষ্কে বসে কারা সেলাই করে লাল পৃথিবী বলে আমার চেয়ে পুরনো এক জাল।
×