ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টানা ৫ জয়ে সবার উপরে বেয়ার্ন

প্রকাশিত: ২৩:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২১

টানা ৫ জয়ে সবার উপরে বেয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগায় এখন একক রাজত্ব চলছে বেয়ার্ন মিউনিখের। সর্বশেষ ২০১১-১২ সালে শিরোপাহীন মৌসুম পার করা দলটি এরপর আর কখনোই ট্রফি হাতছাড়া করেনি। গত ৯ বছর ধরে টানা শিরোপা জিতে বুন্দেসলিগাটাকে যেন একেবারেই নিজেদের করে নিয়েছে জার্মান জায়ান্টরা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারও উড়ন্ত সূচনা করেছে বেয়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন ম্যাচে পরাজয় দেখেনি তারা। শুক্রবার টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা ১০ জনের দলে পরিণত হয়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে পরাজিত করেছে গ্রেউথার ফুর্থকে। এর ফলে মৌসুমের প্রথম ৬ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে সবার উপরে অবস্থান করছে বেয়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখকে এদিন নিজেদের মাঠে স্বাগত জানায় গ্রেউথার ফুর্থ। প্রায় পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলেও তলানির দল গ্রেউথার ফুর্থকে উড়িয়ে দিয়েছে মুলার-লেভানডোস্কিরা। এর ফলে চলতি মৌসুমে লীগে টানা ৫ ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা। আর এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম জয় নিশ্চিত করেছে বেয়ার্ন। বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে প্রথমার্ধে দুই গোল করেছেন থমাস মুলার ও জসুয়া কিমিচ। তবে এদিন গোলের দেখা পাননি দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানডোস্কি। এর ফলে কিংবদন্তি গার্ড মুলারের টানা ১৬ লীগ ম্যাচে গোল করার সর্বকালের সেরা রেকর্ডটি স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন বেয়ার্নের এই পোলিশ তারকা। বুন্দেসলিগায় এবার নতুন উন্নীত হয়েছে গ্রেউথার ফুর্থ। তাদের বিপক্ষে এদিন এক তরফা ম্যাচই খেলেছে বেয়ার্ন। অন্যদিকে ১০ জনের বিপক্ষে লজ্জার পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে নবাগত ফুর্থকে। এখন পর্যন্ত ৬ ম্যাচে কোন জয় পায়নি ফুর্থে। ১০ মিনিটে আলানসো ডেভিসের কাট ব্যাকে বল জালে জড়িয়ে বেয়ার্নকে এগিয়ে দেন মুলার। বেয়ার্ন মিউনিখের হয়ে এটা তার ২১৮তম গোল। এই গোলের সৌজন্যেই ২০১৪ বিশ্বকাপজয়ী মুলার ক্লাবটির সাবেক কিংবদন্তি কার্ল হেইঞ্জ রুমিনগেকে ছাড়িয়ে যান। সেইসঙ্গে ক্লাব ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোল করা ফুটবলারদের তালিকায় তিনে উঠে এসেছেন মুলার। মুলারের পর প্রথমার্ধের ৩১ মিনিটে লো ড্রাইভে কিমিচ ব্যবধান দ্বিগুণ করেন। এটি লীগে কিমিচের তৃতীয় গোল। বিরতির ঠিক আগে রবার্ট লেভানডোস্কির শট বারে লেগে ফেরত আসে সফরকারী দলের। বিরতির পর ম্যাচ শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মধ্যেই বেঞ্জামিন পাভার্ড মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হন। ফলে ১০ জনের দলে পরিণত হয় বেয়ার্ন। এই সুযোগও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। উল্টো ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ফুর্থের জার্মান মিডফিল্ডার সেবাস্তিয়ান গ্রিয়েসবেক। ম্যাচ শেষের তিন মিনিট আগে টিমোথি টিলম্যানের ক্রস থেকে হেডের সাহায্যে এক গোল পরিশোধ করেন সেডরিক ইত্তেন। আগামী সপ্তাহে আবারও চ্যাম্পিয়ন্স লীগের মিশন শুরু করবে বেয়ার্ন। যেখানে জার্মান জায়ান্টদের প্রতিপক্ষ ডায়নামো কিয়েভ। এই ম্যাচের আগেই বেয়ার্ন বুন্দেসলিগায় ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।
×