ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কষ্টের জয়ে শীর্ষে উঠল পিএসজি

প্রকাশিত: ০০:৩২, ১৮ জানুয়ারি ২০২১

কষ্টের জয়ে শীর্ষে উঠল পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানে কষ্টে জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শনিবার লেভিন কুরজাওয়ার সৌজন্যে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে এ্যাঞ্জার্সকে। সেইসঙ্গে টানা ৭ ম্যাচে অপরাজিত থাকল প্যারিস জায়ান্টরা। এই জয়ের ফলে আবারও লীগ টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ নামের ভয়ঙ্কর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এই ম্যাচে ডাগআউটে ছিলেন না ক্লাবটির নবাগত কোচ মাউরিসিও পোচেত্তিনো। তথাপি তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি। মাসখানেক আগে লিঁওর বিপক্ষে ইনজুরিতে পড়ার পর এদিনই প্রথম মূল একাদশে ফিরেন নেইমার। সেইসঙ্গে কিলিয়ান এমবাপে ও এ্যাঞ্জেল ডি মারিয়াও আক্রমণভাগে ছিলেন। যে কারণে বেশ শক্তিশালী একাদশ নিয়েই এ্যাঞ্জার্সের মাঠে নামে পিএসজি। তারপরও টেবিলের সপ্তম স্থানে থাকা দলটির বিপক্ষে খুব ভাল করতে পারেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ। এমনকি দ্বিতীয়ার্ধেও তাদের পারফর্মেন্স ছিল নিষ্প্রভ। বরং এই সময়ে এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিক শিবির। কিন্তু লোয়িস ডিওনির ডাইভিং হেড দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক কেইলর নাভাস। স্টিফানে বাহোকেনের ডিফ্লেকটেড শটও কোনমতে রক্ষা করে পিএসজির রক্ষণভাগ। অবশেষে ৭০ মিনিটে স্বাগতিকদের রক্ষণ দেওয়াল ভাঙ্গতে সক্ষম হয় সফরকারী দল।
×