ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হকির সামনে যুব বিশ্বকাপের চ্যালেঞ্জ

প্রকাশিত: ২৩:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২০

হকির সামনে যুব বিশ্বকাপের চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটের পর এবার হকিতেও যুব বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। এশিয়া কাপে স্বাগতিক হলেও বিশ্বকাপে কোয়ালিফাই করাটা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এমনটাই মনে করেন যুবাদের কোচ মামুনুর রশীদ। বড় আসরের প্রস্তুতির জন্য আন্তর্জাতিক ম্যাচের বিকল্প নেই বলেও মনে করেন এই অভিজ্ঞ কোচ। এদিকে ভালমানের বিদেশী দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচে খেলার পরিকল্পনা বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে)। আগামী জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে অনুর্ধ-২১ এশিয়া কাপ। আসরে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়াসহ ১০টি দল অংশ নেবে। এই টুর্নামেন্ট আগামী বছর যুব বিশ্বকাপেরও বাছাইপর্ব। এশিয়া কাপের সেমিফাইনাল খেলা চার দেশ সুযোগ পাবে বিশ্বকাপে খেলার। ঘরের মাঠে খেলা হওয়ায় যুবাদের স্বপ্নের পরিধিটাও হয়েছে বেশ বড়। বাংলাদেশের জুনিয়র এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়েছে গত বছরের সেপ্টেম্বর থেকে। ক্যাম্পের পাশাপাশি অনুশীলন ম্যাচ খেলে অনেকটাই গুছিয়ে নিয়েছিল যুবারা। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় এশিয়া কাপ। তাই যুবাদের প্রস্তুতিতে কিছুটা হলেও ভাটা পড়ে। এবার এশিয়া কাপকে সামনে রেখে যুবাদের ক্যাম্প শুরু হবে ১ অক্টোবর। টুর্নামেন্টে অংশ নেয়া ভারত, মালয়েশিয়া ও পাকিস্তান শক্তিশালী দল। তাই প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চায় না স্বাগতিকরা। টুর্নামেন্টে স্বাগতিক হলেও বিশ্বকাপে কোয়ালিফাই করাটা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। অনুর্ধ-২১ জাতীয় হকি দলের কোচ মামুনুর রশীদ বলেন, ‘চ্যালেঞ্জটা কোয়ালিফাই করার। আমাদের টিমে বেশ কজন ভাল খেলোয়াড় আছে। সফল হতে গেলে প্রস্তুতি ম্যাচের বিকল্প নেই। আমাদের সম্ভাবনা আছে। ভাল কিছু করতে গেলে অনুশীলনের বিকল্প নেই।’ এর আগে এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ওমান যুব দলের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ খেলে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরু হতে বাকি আরও তিন মাস। তাই তো অনুশীলনের পাশাপাশি বড় আসরের প্রস্তুতির জন্য আন্তর্জাতিক ম্যাচের বিকল্প নেই বলেও মনে করেন কোচ। ক্রিকেটে এরই মধ্যে বিশ্বকাপ জয় করেছে বাংলার যুবারা। তাই হকিতেও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে এর আগে ভালমানের বিদেশী দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচে খেলার পরিকল্পনা ফেডারেশনের। অনুর্ধ-২১ জাতীয় হকি দলের ম্যানেজার তারেক এ আদেল বলেন, ‘হকির পক্ষে সম্ভব আগামীদিন ভাল কিছু করার। বিদেশী দলের বিপক্ষে খেলে যে অভিজ্ঞতা অর্জন করা যায় তা দেশে সম্ভব না। আমাদের পরিকল্পনা আছে বিদেশী দলগুলোর সঙ্গে বেশি বেশি খেলার আয়োজন করা।’ করোনার অন্ধকার কাটিয়ে এশিয়া কাপ দিয়ে হকি অঙ্গনে দেখা মিলবে নতুন দিগন্তের। এমনটাই প্রত্যাশা সবার।
×