ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাল মাঠে গড়াচ্ছে আইপিএল

প্রকাশিত: ২০:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২০

কাল মাঠে গড়াচ্ছে আইপিএল

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা বিরতির পর কাল মাঠে গড়াচ্ছে আইপিএলের ১২তম আসর। এবারই প্রথম কোনও উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে বিশ্বের অন্যতম দামী ফ্র্যাঞ্চাইজি লিগটি। উদ্বোধনী ম্যাচে চেন্নাই-মুম্বাইয়ের জমজমাট লড়াই। জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য চেন্নাইয়ের। আর প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে সতর্ক মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৮টায়। মার্চের আইপিএল, পিছিয়ে অক্টোবরে। করোনা পরিস্থিতি বিদেশে টুর্নামেন্ট আয়োজনে বাধ্য করেছে। শঙ্কা-নানা বাধা পেরিয়ে আলোর মুখ দেখছে বিশ্বসেরা ফ্র্যাঞ্জাইজি লিগ। যদিও হোম অ্যান্ড অ্যাওয়ের উন্মাদনা নেই, ফাঁকা গ্যালারিতে বিবর্ণ এবারের আসর। এই প্রথম নেই উদ্বোধনী অনুষ্ঠান। যারা প্রথম নামবে, সেই চেন্নাই সুপার কিংস--আরব আমিরাতে এসে ধুঁকেছে সবচেয়ে বেশি। করোনা ধাক্কা, রায়না-হরভজনের চলে যাওয়ার রেশ এখনো বয়ে বেড়াতে হচ্ছে। তারপরও একজন মাহেন্দ্র সিং ধোনির মন্ত্রে উজ্জ্বীবিত কিংস শিবির। অবসরে যাওয়া ক্যাপ্টেন কুল, ধোনি স্পটলাইটে। সঙ্গে ব্রাভো-দু প্লেসি-ওয়াটসনের মতো হার্ড হিটার। বোলিং লাইনআপে লুঙ্গি এনগিদি, ইমরান তাহির, হ্যাজেলউডের মতো তারকারা আক্রমণে ধার বাড়াবে। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি বলেন, করোনায় বাকি সব দলের চাইতে ক্ষতিগ্রস্থ হয়েছে চেন্নাই। তবে ক্রিকেটে ফেরার লক্ষ্যে সবাই মুখিয়ে আছে। লক্ষ্য থাকবে জয় দিয়ে আসর শুরুর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলের সবচেয়ে সফল দল ওরা--শিরোপা বাগিয়েছে চারবার। তবে টানা ট্রফি জয়ের স্বাদ পায়নি দলটি। বরাবরের মতো এবারও ভারসাম্যপূর্ণ মুম্বাই। টপ অর্ডারে আছেন রোহিত শর্মা, ডি কক, ক্রিস লিন। মাঝে হার্দিক পান্ডিয়া-পোলার্ডদের দ্রুত রান তোলার ক্ষমতা চ্যালেঞ্জ ছুড়ে দেবে প্রতিপক্ষকে। মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা বলেন, প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে চিন্তা করি না। নিজেদের শক্তি ও দক্ষতা নিয়ে ভাবতে চাই। চেন্নাই বরাবরই কঠিন প্রতিপক্ষ। ওরা লড়াই ছাড়বে না। যা ভেবে দল গড়া হয়েছিল, করোনা সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এখন আরব আমিরাতের কন্ডিশন কেমন, সে অনুযায়ী ছক কষতে হচ্ছে। একদিনের প্রস্তুতি কম-বেশি ধারণা দিয়েছে সবাইকে।
×