ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচে নেমেছেন ইয়ান গোল্ড

প্রকাশিত: ০৮:০২, ৬ জুলাই ২০১৯

শেষ ম্যাচে নেমেছেন ইয়ান গোল্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ইয়ান গোল্ড। নামটি শুনলেই বাংলাদেশি সমর্থকদের চোখের পর্দায় ভেসে ওঠে ২০১৫ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে সেই নো-বল কাণ্ডের কাহিনী। আলিম দারের সঙ্গে মিলে এই ইংলিশ আম্পায়ার একটি সিদ্ধান্ত দিয়ে হয়ে উঠেছিলেন টাইগারপ্রেমীদের চোখের বালি! পরে চার বছর কেটে গেছে। আরেকটা বিশ্বকাপ শেষের পথে। অনেক আলোচনা-সমালোচনার আড়ালের নায়ক গোল্ডও সিদ্ধান্ত নিয়েছেন থামার। শনিবার হেডিংলিতে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। রবিন লিগ পদ্ধতিতে হওয়া ইংল্যান্ড বিশ্বকাপ প্রায় শেষের পথে। বিশ্বকাপের মতো বড় আসরেই অবসরের কথা জানিয়ে দিলেন ৬১ বছর বয়সী গোল্ড। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শেষেই ইতি টানবেন লম্বা আম্পায়ারিং ক্যারিয়ারের। ভারত-শ্রীলঙ্কা ম্যাচটি গোল্ড-এর ক্যারিয়ারের ১৪০তম ওয়ানডে। ৭৪টি টেস্ট পরিচালনার কীর্তিও আছে তার। ক্যারিয়ারে এটি গোল্ডর চতুর্থ বিশ্বকাপ। শুধু আম্পায়ার হিসেবেই নয়, খেলোয়াড় হিসেবেও বিশ্বকাপ খেলার কীর্তি আছে গোল্ডর। ছিলেন ১৯৮৩ বিশ্বকাপে ইংল্যান্ড দলের উইকেটরক্ষক। জাতীয় দলের হয়ে ১৮ ওয়ানডে ও কাউন্টি ক্রিকেটে মোট ৬০০ ফার্স্ট ক্লাস ও লিস্ট-এ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।
×