ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দারুণ জয়ে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ০৬:০১, ২৮ অক্টোবর ২০১৮

দারুণ জয়ে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত সফরে তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানের দারুণ এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার পুনেতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে জেসন হোল্ডারের দল। জবাবে ৪৭.৪ ওভারে ২৪০ রানে অলআউট হয় ভারত। শুরুতে রোহিত শর্মাকে (৮) হারালেও ভারতকে পথেই রেখেছিরেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। কিন্তু ৩৫ রান করা ধাওয়ান ফিরলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। আমবাতি রাইডু (২২) ও ঋষভ পন্থও (২৪) ইনিংস বড় করতে পারেননি। ব্যতিক্রম ছিলেন কেবল কোহলি। রেকর্ডের বরপুত্র টানা তৃতীয় ওয়ানডেতে তুলে নেন সেঞ্চুরি। প্রথম দুই ম্যাচে করেছিলেন ১৪০ ও অপরাজিত ১৫৭। এদিন সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ১১৯ বলে ১০ চার ও ১ ছক্কায় করেন ১০৭। ৪২তম ওভারে ভারতের সংগ্রহ তখন ২২০। কোহলি আউট হওয়ার পরই মূলত ভারতের আশা শেষ হয়ে যায়। শেষ দিকে বৃথা চেষ্টায় ব্যবধান কামিয়েছেন ভুবনেশ্বর কুমার (১০) ও কুলদীপ যাদব (১৫)। সফরকারীদের হয়ে মারলন স্যামুয়েলস তিনটি এবং দুটি করে উইকেট নিয়েছেন হোল্ডার, ম্যাকয়, এ্যাশলে নার্স। এর আগে ব্যাট করতে নেমে দলীয় রান ৫৫ পেরুতে না পেরুতেই নেই টপ-অর্ডারের তিনজন ব্যাটসম্যান। সেখান থেকে শাই হোপ বলতে গেলে একাই বুক চিতিয়ে লড়াই করেন। ১১৩ বল খেলে ৬টি চার ও ৩ ছক্কায় করেন ৯৫ রান। এরপর শেষ দিকে এ্যাশলে নার্স ২২ বলে ৪ চার ও ২ ছক্কায় খেলেন ৪০ রানের ক্যামিও ইনিংস। তাতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৩ রানের লড়াকু সংগ্রহ পায় ক্যারিবিয়ানরা। অবশ্য বল হাতে শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে ভালই চ্যালেঞ্জ জানিয়েছিলেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। তিনি ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৩৫ রান দিয়ে নিয়েছেন চার-চারটি উইকেট। ২টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও যজুবেন্দ্র চাহাল। আর ৩২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে পাঁচ ওয়ানডের প্রথমটিতেক দাপটের সঙ্গে জিতেছিল ভারত। কোহলিময় পরের ম্যাচে ৩২১ রান করেন অবশ্য জয় পায়নি ভারত। শাই হোপের অপরাজিত ১২৩ ও শিমরন হেটমায়ারের ৯৪ রানে ভর করে ম্যাচটি ‘টাই’ হয়। তৃতীয় ম্যাচে দারুণ জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে সমতা ফেরাল ক্যারিবীয়রা। স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ ২৮৩/৯ (৫০ ওভার; হোপ ৯৫, নার্স ৪০, হেটমায়ার ৩৭, হোল্ডার ৩২; বুমরাহ ৪/৩৫, কুলদীপ ২/৫১) ভারত ২৪০/১০ (৪৭.৪ ওভার; কোহলি ১০৭, ধাওয়ান ৩৫, পন্থ ২৪; স্যামুয়েলস ৩/১২, ম্যাকয় ২/৩৮) ফল ॥ ওয়েস্ট ইন্ডিজ ৪৩ রানে জয়ী সিরিজ ॥ পাঁচ ওয়ানডে ১-১ এ চলমান।
×