ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দীপনপুরে ভাষা আন্দোলনের গল্প

প্রকাশিত: ০৬:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

দীপনপুরে  ভাষা আন্দোলনের গল্প

দুপুর তিনটা। সব শিশুরা মনের রঙে ছবি আঁকতে প্রস্তুত। শিশু আঁকিয়েরা কেউ নিয়ে এসেছে মোম রং কেউ এনেছে জল রং, আবার রং পেন্সিলও সঙ্গে এনেছে অনেকে। আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে শিশুদের জন্য এমন ছবি আঁকার উৎসবের আয়োজন করেছে দীপনপুর। দীপনপুরের মর্মবাণী হলো, আলোকের এই ঝর্ণাধারায়। শিশুরা আলো নিয়ে বড় হোক। আলো ধারণ করুক অন্তরে, জগতময় ছড়িয়ে দিক আলোকধারা। শিশুদের মধ্যে একজন বা দু’জন আঁকিয়ে বাছাই করে নেয়া কঠিন। এই কঠিন কাজটা করতে হয়েছে আর্টিস্ট কামাল উদ্দিন এবং ফারিসা মাহমুদকে। কামাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এবং পেইন্টিং বিভাগের প্রভাষক। ফারিসা মাহমুদ আর্টিস্ট এবং লেখক। মনের ভাষায় শিশুরা যে ছবি এঁকেছে তাই প্রতিটি শিশু আঁকিয়েই বিজয়ী। ছবি আঁকার পর পাপেট তন্দ্রাবতী ও বুলুর সঙ্গে খুবই ভাব হয়ে যায় শিশুদের। পাপেট এবং শিশুরা মিলে বেশ আনন্দের সঙ্গেই অনেকটা সময় কাটিয়ে দেয়। ইনভেন্টরস পাপেট শো -এর পরিচালনা করেন শুভ। ভাষাসৈনিক ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী ও অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক শিশুদের পরম মমতায় ভাষা আন্দোলনের গল্প শোনান। দু’জন বটবৃক্ষের কাছে থেকে শিশুরা বেশ মনোযোগ দিয়ে সন্ধ্যায় গল্প শোনে। এরপর তারা শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
×