ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

দোয়ারাবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

মো. এমাদাদ হোসেন ভুঁইয়া, সিলেট

প্রকাশিত: ১৯:২৫, ১২ জুলাই ২০২৫

দোয়ারাবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঁঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।

শনিবার (১২ জুলাই) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির।

তিনি জানান, মধ্যরাতে ভাঁঙ্গাপাড়া সীমান্ত এলাকা দিয়ে ১০-১২ জন বাংলাদেশি গরু চোরাকারবারী অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার সময় বিএসএফের টহল দল তাদের বাধা দেয়। এসময় চোরাকারবারীরা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর ছুড়লে বিএসএফ প্রথমে ৪-৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে তারা লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন।

তার সঙ্গীরা তাকে আহত অবস্থায় বাংলাদেশে ফিরিয়ে আনেন এবং দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর বিজিবি বিএসএফকে প্রতিবাদপত্র পাঠিয়েছে। পাশাপাশি এ বিষয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

আসিফ

×