ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

হবিগঞ্জে নবীগঞ্জে সংঘর্ষ: সাংবাদিকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

মো. এমাদাদ হোসেন ভুঁইয়া, সিলেট

প্রকাশিত: ১৯:২৪, ১২ জুলাই ২০২৫

হবিগঞ্জে নবীগঞ্জে সংঘর্ষ: সাংবাদিকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪০) নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে শুক্রবার রাতে নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে সাংবাদিকসহ প্রায় ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২-৩ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সাংবাদিক আশাহিদ আলী আশা, অলিউর রহমান অলি, মো. আলমগীর মিয়া, বাদল আহমেদ, এটিএম সালাম, নাবেদ মিয়া, সফিকুল ইসলাম নাহিদ, আনোয়ার হোসেন মিঠু, আলাল মিয়া, জহিরুল ইসলাম সোহেল, রাজ্জাক, মাহবুব আলম সুমন, সফিক মিয়া, নুরুল আমিন, সরোয়ার আহমেদ, উজ্জল মিয়া ও সাকিব মিয়াসহ আরও অনেকে।

মামলার বিবরণে জানা যায়, গত ৭ জুলাই নবীগঞ্জে সংঘটিত এক রক্তক্ষয়ী সংঘর্ষে ফারুক মিয়া নিহত হন এবং আহত হন কয়েক শতাধিক ব্যক্তি। নিহতের স্ত্রী সালমা খাতুন মামলায় অভিযোগ করেন, প্রায় এক বছর আগে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের খসরু মিয়াকে সৌদি আরব পাঠানোর কথা বলে এক লাখ টাকা গ্রহণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে বিদেশে না পাঠিয়ে টাকা ফেরত চাইলে ফারুক মিয়াসহ তাদের হুমকি-ধমকি দেন বলে অভিযোগ করা হয়।

গত ৩ জুলাই নবীগঞ্জ শহরের লতিফ মার্কেটের সামনে পাওনা টাকা চাওয়া নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়। তার জের ধরে ৭ জুলাই দুপুরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়, যাতে প্রাণ হারান ফারুক মিয়া।

ঘটনার সাত দিন পর মামলা দায়ের করা হয়। এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

আসিফ

×