ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উনিশ বছরে চ্যানেল আই

প্রকাশিত: ০৫:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০১৭

উনিশ বছরে চ্যানেল আই

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্বময় বাংলা ভাষাভাষীর স্বপ্ন আকাক্সক্ষা আর জীবনধারার অন্যতম সঙ্গী চ্যানেল আই পথচলার ১৮ বছর পার করে এবার পা রাখছে ঊনিশ বছরে। শতভাগ পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে দেড় যুগ পার করার এই অধ্যায়। অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, খাদ্য নিরাপত্তায় শতভাগ স্বনির্ভরতা অর্জন তথা বাংলাদেশের গঠনমূলক পরিবর্তনের সরব সঙ্গী চ্যানেল আই। মানুষ যা দেখতে চায়, যা শুনতে চায়, যা উপলব্ধি করতে চায় তা নিয়েই চ্যানেল আইয়ের পথচলা। এর সঙ্গে জীবনকে এগিয়ে নেয়া, রুদ্ধ দুয়ারকে খুলে দেয়া, সত্যকে শানিত করার পথেও থাকতে হয়েছে অবিচল। টেলিভিশন কিংবা গণমাধ্যম নিয়ে মানুষের তৃষ্ণা ও প্রত্যাশাগুলো পূরণ করে এগিয়ে চলেছে চ্যানেল আই। তথ্যপ্রযুক্তির বিকাশ ও আকাশ সংস্কৃতির নতুন নতুন অগ্রযাত্রার ভেতর চ্যানেল আইয়ের পথচলা নতুন নতুন উদ্ভাবনের ভেতর দিয়ে। প্রথম দিন যে নতুনত্বের মালা গেঁথেছিল, আজও তা গেঁথে চলেছে চ্যানেল আই। এ দেশে টেলিভিশনের ইতিহাস যখন ৩৫ বছরের, তখন ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু হয় চ্যানেল আইয়ের। সেদিন বুকভরা স্বপ্ন আর দেশ ও জনগণের কল্যাণে শতভাগ দায়বদ্ধতার এক নতুন প্রত্যয় ছিল চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের। একটি আধুনিক টেলিভিশন, যা মানুষের তথ্যের তৃষ্ণা মেটাবে, মানুষের মূল্যবোধ জাগ্রত করবে, তার বন্ধ চোখ খুলে দেবে, তার জীবনের প্রয়োজনের সঙ্গে মিশে যাবে এই ছিল স্বপ্ন। তা পূরণ করা গেছে দিনে দিনে। পথচলার শুরু থেকে চ্যানেল আই দেশের শিল্প সংস্কৃতির সব গুণী মানুষদের যুক্ত করেছে তার পথচলার বিশাল কাফেলায়। প্রতিবছরই চ্যানেল আইয়ের কার্যক্রমে যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্যোগ। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রেই বের করে আনা হচ্ছে গুণী মুখ। এক কারিগরের ভূমিকায় থেকে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুনের জয়গান ধরে রাখছে চ্যানেল আই। চ্যানেল আই পথচলার আঠারো বছরে এ দেশের সাহিত্যের সকল শাখা, সাংবাদিকতা, নাটক, সঙ্গীত, চিত্রশিল্প থেকে শুরু করে সংস্কৃতির সকল অঙ্গনে সবচেয়ে সরব ও সফল একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উনিশ বছরে পদার্পণের মধ্য দিয়ে চ্যানেল আই স্ট্যান্ডার্ড ডেভিনেশন থেকে হাই ডেভিনেশনে সম্প্রচারে যাচ্ছে। উনিশ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও চ্যানেল আইতে রয়েছে দিনব্যাপী অনুষ্ঠান ও মিলনমেলা। ইতোমধ্যে দেশের জেলা পর্যায়ে শুরু হয়েছে সাত দিন ও তিন দিনব্যাপী জন্মদিন উদ্যাপনী কর্মসূচী। চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে দেশের সকল জাতীয় দৈনিকে প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র। জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে চ্যানেল আই সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
×