ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপ

চ্যাম্পিয়ন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নেপাল

প্রকাশিত: ০৫:৫০, ২৬ আগস্ট ২০১৭

চ্যাম্পিয়ন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নেপাল

স্পোর্টস রিপোর্টার ॥ তিন গোলে পিছিয়ে পড়া। এর একটি আত্মঘাতী, আরেকটি হাস্যকর ভুলের খেসারত। একপর্যায়ে দুই মিনিটে দুই গোল শোধ দিয়ে আশার প্রদীপ প্রজ্ব¡লন। আরেকটি গোল দিয়ে যখন সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা তখনই অন্তিম মুহূর্তে আরেকটি গোল হজম করে স্বপ্নের সলিল সমাধি। আফসোস জাগিয়ে হেরে গেল বাংলাদেশ অ-১৫ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুতে চলমান সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপের কাক্সিক্ষত ফাইনালে নাম লেখাতে পারলো না তারা। শুক্রবার সাতদোবাতোর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা ২-৪ গোলে হেরে যায় স্বাগতিক নেপালের কাছে। এছাড়া অপর সেমিতে ভারত অনায়াসেই ভুটানকে হারায় ৩-০ গোলে। আগামী ২৭ আগস্ট আনফা কমপ্লক্সে অনুষ্ঠিতব্য ফাইনালে নেপাল মোকাবেলা করবে ভারতকে। একইদিন হলচক স্টেডিয়ামে ভুটানের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অবতীর্ণ হবে বাংলাদেশ। বাংলাদেশ-নেপাল ম্যাচে ৫ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাঁপ্রান্ত থেকে রণদীপ পডেলের লো ক্রস বিপদমুক্ত করতে পারেনি বাংলাদেশের রক্ষণভাগ। পোস্টের খুব কাছ থেকে লক্ষ্যভেদ করে স্বাগতিক দলকে এগিয়ে দেয় আকাশ বুডা মাগার (১-০)। ৩০ মিনিটে ডিফেন্ডার সাদেকুজ্জামান ফাহিম এবং গোলরক্ষক ইমন হাওলাদারের মধ্যে ভুল বোঝাবুঝিতে আকাশ আরেকটি গোল করলে ব্যবধান দ্বিগুণ করে নেপাল (২-০)। ৬৬ মিনিটে বাঁপ্রান্ত থেকে কার্লোস বাকারিয়ার ক্রস বক্সে বিপদমুক্ত করতে গিয়ে বাংলাদেশী ডিফেন্ডার নাজমুল বিশ্বাস আত্মঘাতী গোল করে দলের সর্বনাশ ডেকে আনে। আবারও এগিয়ে যায় নেপাল (৩-০)। ৭২ মিনিটে ডি-বক্সের মাথা থেকে ফয়সাল আহমেদ ফাহিমের অসাধারণ বাঁ পায়ের উড়ন্ত বাঁক খাওয়া ফ্রি কিক নেপালের জালে ঢুকলে ব্যবধান একটু কমায় বাংলাদেশ (১-৩)। পরের মিনিটেই ফয়সাল আরেকটি গোল করলে জমে ওঠে ম্যাচ (২-৩)। ম্যাচের ইনজুরি বা সংযুক্তি সময়ে কাউন্টার এ্যাটাক থেকে বিরজেশ চৌধুরী গোল করলে বাংলাদেশের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় নেপাল (৪-২)। সেই সঙ্গে আক্ষেপের হারে নীল বেদনায় সিক্ত হয় এ আসরের ২০১৫ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
×