ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডের স্বস্তির জয় ভারতের বিপক্ষে

প্রকাশিত: ০৬:০০, ২৩ জানুয়ারি ২০১৭

ইংল্যান্ডের স্বস্তির  জয় ভারতের  বিপক্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষপর্যন্ত ইংল্যান্ডের জয়ের মধ্য দিয়েই শেষ হলো। কলকাতার ইডেন গার্ডেনে জয়ের একেবারে কাছে গিয়েও ৫ রানে হারল ভারত। আর তাতে করে এবার ভারত সফরে প্রথমবারের মতো জিতল ইংল্যান্ড। স্বস্তির জয় পেল। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া থেকে বাচল। ২-১ এ ওয়ানডে সিরিজ শেষ করল ইংল্যান্ড। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ইংল্যান্ড আগে ব্যাট করার সুযোগ পেয়ে কাজেও লাগায়। ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩২১ রান করে। ওপেনার জেসন রয় সর্বোচ্চ ৬৫, বেন স্টোকস অপরাজিত ৫৭, জন বেয়ারস্টো ৫৬ ও ইয়ন মরগান ৪৩ রান করেন। বল হাতে হার্দিক পান্ডে তিন উইকেট নেন। জবাব দিতে নেমে একটা সময় মনে হচ্ছিল ভারত হেরে যাবে। ১৭৩ রানে ৫ উইকেট হারায়। অজিঙ্কেয়া রাহানে, লোকেশ রাহুল, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি এই সময়ের মধ্যে আউট হয়ে যান। এর মধ্যে শুধু কোহলি অর্ধশতক করতে পারেন। ৫ উইকেট পড়ার পরই যেন ঘুরে দাঁড়ায় ভারত। কেদার জাদব ও পান্ডে মিলে বড় জুটি গড়েন। ষষ্ঠ উইকেটে ১০৪ রানের জুটি গড়েন। এই জুটিতে ভারতের জয়ের আশাও তৈরি হয়। দুইজন মিলে দলকে ২৭৭ রানে নিয়ে যান। এমন সময়ে হার্দিক (৫৬) আউট হয়ে যান। তবুও জয়ের আশা শেষ হয়ে যায়নি। ২৯১ রানে গিয়ে রবীন্দ্র জাদেজাও আউট হয়ে যান। তখনও ভরসা থাকে। উইকেটে যে জাদব ও রবীচন্দ্রন অশ্বিন থাকেন। একটা সময় গিয়ে ১৮ বলে জিততে ২৭ রানের প্রয়োজন থাকে। ৩ উইকেট হাতে থাকে। ২৯৭ রানে গিয়ে অশ্বিনও আউট হয়ে যান। তখন যেন জয়ের আশা ফিকে হয়ে ওঠে। কিন্তু যাদব সেই ফিকে ভাব মুহূর্তেই দূর করে দেয়ার চেষ্টা করেন। কিন্তু শেষপর্যন্ত দলকে জয়ের কাছে নিয়ে গিয়েও পারেননি। ৬ বলে জিততে ১৬ রানের প্রয়োজন থাকে। ক্রিস ওকসের প্রথম বলে ছক্কা ও দ্বিতীয় বলে চার হাকান। তৃতীয় ও চতুর্থ বলে কোন রান নিতে পারেননি। ২ বলে জিততে ৬ রান প্রয়োজন থাকে। পঞ্চম বলে গিয়ে ৯০ রান করে যাদব আউট হয়ে যান। তখন ১ বলে ৬ রানের দরকার থাকে। কিন্তু ভুবনেশ্বর কুমার একটি রানও নিতে পারেননি।
×