ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শীর্ষে ওঠার সুযোগ হারাল ইতালির জায়ান্ট ক্লাবটি

জেনোয়াতে বিধ্বস্ত মিলান

প্রকাশিত: ০৬:২৪, ২৭ অক্টোবর ২০১৬

জেনোয়াতে বিধ্বস্ত মিলান

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমের শুরু থেকেই বেশ ভাল খেলছে এসি মিলান। মঙ্গলবার এ্যাওয়ে ম্যাচে জেনোয়ার মুখোমুখি হয় তারা। এই ম্যাচে জয় পেলেই বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস এবং এস রোমাকে টপকে সিরি’এ লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে তারা। কিন্তু উল্টো জেনোয়ার মাঠ থেকে ৩-০ গোলের লজ্জাজনক পরাজয় নিয়ে ঘরে ফিরে ১০ জনের দলে পরিণত হওয়া মিলান। ফেবারিট হিসেবে এদিন জেনোয়ার মাঠে খেলতে নামে মিলান। কিন্তু নিজেদের মাঠে জেনোয়া জ্বলে ওঠে ম্যাচের শুরুতেই। স্বাগতিক সমর্থকদের অনুপ্রেরণায় প্রথমার্ধের ১১ মিনিটেই এগিয়ে যায় সফরকারী দল। দুর্দান্ত এক গোল করে জেনোয়াকে এগিয়ে দেন নিকোলা নিনকোভিচ। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক জেনোয়া। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটেই ঘটে বিপত্তি। জেনোয়ার রুকা রিগোনিকে দুই পায়ে আঘাত করলে মিলানের রক্ষণসৈনিক গেব্রিয়েল পালেত্তাকে লাল কার্ড দেখান রেফারি। এর ফলেই ১০ জনের দল পরিণত হয় মিলান। তারপরও জেনোয়ার বিপক্ষে লড়াই চালিয়ে যায় ভিনসেনজো মোন্তেল্লার শিষ্যরা। কিন্তু ম্যাচের বয়স যখন ৮০ মিনিট তখন নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন মিলানের সেøাভাকিয়ান মিডফিল্ডার জুরাজ কুচকা! তার ছয় মিনিট পর মিলানের জালে শেষ পেরেকটি ঠুকে দেন পাভোলেত্তি লিনগেরেড। এর ফলে ৩-০ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় এসি মিলানের। শুধু তাই নয়, ইতালিয়ান সিরি’এ লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগও হাতছাড়া করলেন তারা। বর্তমানে ১০ ম্যাচ থেকে তাদের সংগ্রহে ১৯ পয়েন্ট। অবস্থান লীগ টেবিলের তৃতীয়। ৯ ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এস রোমা। আর সবার ওপরে জুভেন্টাস। বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহে ৯ ম্যাচ থেকে ২১ পয়েন্ট। বুধবারই মাঠে নামে তারা।
×