ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেরেরার জন্য পাঁচ লাখ পাউন্ড আইসিসির

প্রকাশিত: ০৫:৪৩, ৪ জুলাই ২০১৬

পেরেরার জন্য পাঁচ লাখ পাউন্ড আইসিসির

স্পোর্টস রিপোর্টার ॥ ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত পরীক্ষাটি ভুল প্রমাণিত হওয়ায় আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি দেয়া হয়। ভুলক্রমে এমন শাস্তি আরোপ করায় তাকে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে আইসিসি। নিষেধাজ্ঞার ফলে লঙ্কানদের ২০১৫ সালের নিউজিল্যান্ড সফর করতে পারেননি পেরেরা। চলতি বছরের মে মাসে পরীক্ষার ফলাফল ভুল প্রমাণিত হওয়ায় আবারও ফেরেন তিনি। পরে ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে যোগ দেন। এডিনবরায় আইসিসির ?বার্ষিক সভায় পেরেরাকে ক্ষতিপূরণ দেয়ার কথা জানানো হয়। অর্থ পাচ্ছে পাকিস্তান! স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছে না পাকিস্তান। দেশটির বোর্ড (পিসিবি) তাই নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। ২০০৯ এ লাহোরে সফরকারী শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলা হয়েছিল। এরপর বড় কোন দল পাকিস্তানে যায়নি। কেবল গত বছর জিম্বাবুইয়ে ৫টি সীমিত ওভারের ম্যাচ খেলে এসেছে। এখন ঘরের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলে পাকিস্তান। পিসিবির দাবি এই সাত বছরে কম করে হলেও তাদের ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন, আইসিসির কাছে তারা তহবিল চান। আইসিসিও বিষয়টা বিবেচনা করবে বলে জানিয়েছে।
×