ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রক্তস্বল্পতার মুখের রোগ

প্রকাশিত: ০৬:১৩, ৮ মার্চ ২০১৬

রক্তস্বল্পতার মুখের রোগ

মানবদেহে রক্তে যখন হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে যায়, তখন এ অবস্থাকে এনিমিয়া বা রক্তস্বল্পতা বলে। রক্তস্বল্পতার কারণে মুখের বিভিন্ন সমস্যা দেখা দেয়। (১) জিহ্বায় ঘা : রক্তস্বল্পতার কারণে জিহ্বায় ঘা হতে পারে। প্রাথমিক রক্তস্বল্পতায় এ জিহ্বায় স্বাভাবিক রঙের পরিবর্তন হতে পারে। রক্তস্বল্পতা বেশি হলে জিহ্বায় এট্রফিক প্রদাহ হতে পারে। জিহ্বার রং লাল হয়ে থাকে এবং জিহ্বায় ঘা দেখা দেয়। যথাযথ চিকিৎসা গ্রহণ করলে জিহ্বার এ ঘা সহজেই ভাল হয়ে যায়। (২) মোয়েলারস গ্লসাইটিস : প্রাথমিকভাবে ভিটামিন বি১২-এর অভাবে জিহ্বায় ঘা দেখা যায় এবং জিহ্বায় লাল লাল দাগ দেখা যেতে পারে। এটি সাধারণত জিহ্বায় অগ্রভাগে দেখা যায়। কিন্তু এ লক্ষণ খুব কম রোগীর ক্ষেত্রে দেখা যায়। বেশির ভাগ ক্ষেত্রে জিহ্বার উপরিভাগে লাল দাগ দেখা যায়। কোন কোন সময় লাল ক্ষতের মতো দাগও হতে পারে। (৩) প্যাটারসন কেলি সিনড্রোম : আয়রনের অভাবজনিত কারণে এনিমিয়া বা রক্তস্বল্পতায় প্যাটারসন কেলি সিনড্রোম লক্ষ্য করা যায় যখন জিহ্বায় প্রদাহ বা জ্বালাপোড়া অনুভব হতে পারে। (৪) ক্যান্ডিডসিস : রক্তস্বল্পতার কারণে মুখের ক্যান্ডিডসিস রোগ আরও সক্রিয় হয়ে উঠতে পারে। আয়রনের অভাবজনিত রক্তস্বল্পতার ক্ষেত্রে ক্যান্ডিডসিসের চিকিৎসায় এ্যান্টিফাঙ্গাল ওষুধের সঙ্গে আয়রন প্রদান করলে দ্রুত রোগ নিরাময় হয়। (৫) ঠোঁটের প্রদাহ ও চিলাইটিস : ঠোঁটের প্রদাহ বা ঠোঁটের কোনায় ঘা রক্তস্বল্পতার একটি লক্ষণ বিশেষ করে আয়রনের অভাবজনিত রক্তস্বল্পতার ক্ষেত্রে। কিন্তু অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এ রকম হয়ে থাকে। বর্তমানে ঠোঁটের প্রদাহ বা চিলাইটিস হয়ে থাকে সাধারণত সংক্রমণের দ্বারা প্রধানত ক্যানডিডা এ্যালবিকানস দ্বারা। এ অবস্থায় রক্তস্বল্পতা থাকলে রোগটি আরও বিস্তৃতি লাভ করে থাকে। (৬) এ্যাপথাস স্টোমাটাইটিস : রক্তস্বল্পতায় মাঝেমধ্যে স্টোমাটাইটিস বা প্রদাহ হতে পারে। বিশেষ করে ফলেটের অভাবে এমনটি হতে পারে। মধ্য বয়সী বা আরও বেশি বয়সী রোগীদের ক্ষেত্রে ফলেটের অভাব হতে পারে। ডা. মোঃ ফারুক হোসেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ মোবাইল ঃ ০১৮১৭৫২১৮৯৭
×