ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

লালমনিরহাটে চাঁদাবাজি-সন্ত্রাস ও বর্বর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জামাল বাদশা, লালমনিরহাট

প্রকাশিত: ১৯:৩৩, ১২ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৩৪, ১২ জুলাই ২০২৫

লালমনিরহাটে চাঁদাবাজি-সন্ত্রাস ও বর্বর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ছবি: সংগৃহীত

ঢাকার মিডফোর্ড এলাকায় পাথর ছুঁড়ে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনার প্রতিবাদ এবং দেশজুড়ে ক্রমবর্ধমান চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (১২ জুলাই) বিকেলে জেলা শহরের মিশনমোড় চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। রেলস্টেশন এলাকা থেকে শুরু হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিলটি মিশনমোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একই দাবিতে মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

সমাবেশে বক্তারা বলেন, “দিনের আলোয় ঢাকার মতো ব্যস্ত এলাকায় একজন নিরীহ ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের বিভিন্ন অঞ্চলে ছিনতাই, খুন, চাঁদাবাজি ও ধর্ষণের মতো অপরাধ বাড়ছে, অথচ অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।” তারা জোর দিয়ে বলেন, “এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। জনগণ শান্তি চায়, ন্যায়বিচার চায়।”

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ আজহারুল ইসলাম, সাংগঠনিক মাওলানা রমজান গাজী, ইসলামী যুব আন্দোলনের সহসভাপতি শফিউল্লাহ মাহমুদিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের আহ্বায়ক আনোয়ারুল হোসাইন, সদস্য সচিব হামিদুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আসিফ

×