ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাফ ফুটবল প্রস্তুতি ম্যাচ

বাংলাদেশ-নেপাল দুই দলের ভাবনাতেই জয়

প্রকাশিত: ০৬:৩৪, ১৭ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ-নেপাল দুই দলের ভাবনাতেই  জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমরা অনুশীলন শুরু করেছি গত মাসের ২৯ তারিখ। এর মধ্যে ১৭ দিন পেয়েছি। আমাদের মূল লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপ। এই ১৭ দিনের ট্রেনিংয়ে যে স্টাইল প্রতিষ্ঠা করতে চেয়েছি, তার কতটা উন্নতি হয়েছে, সেটারই একটা পরীক্ষা হবে নেপাল দলের বিপক্ষে, আগামীকালের ম্যাচে (বৃহস্পতিবার)। এখানে জয় বা হার বড় কথা না।’ কথাগুলো মারুফুল হকের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বুধবার নেপালের সঙ্গে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই বলেন বাংলাদেশ জাতীয় দলের নতুন হেড কোচ। তবে সশরীরে নয়, অডিও কনফারেন্সের মাধ্যমে! সাভারের জিরানির বিকেএসপিতে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। সেখান থেকে ঢাকা-ঢাকায় আসতে যেতে ট্রাফিক জ্যামের কারণে সময় নষ্ট হবে। এছাড়া প্রি-ম্যাচ কনফারেন্সে যোগ দিলে বিকেলের অনুশীলনে খেলোয়াড়রা কোচকে পাবে না, ফলে তাদের অনুশীলনে ব্যাঘাত ঘটবে, তাই মারুফুল ঢাকায় আসেননি এএকই কারণে ঢাকায় সংবাদ সম্মেলনে আসেননি অধিনায়ক মামুনুল ইসলামও, তবে ‘বিকল্প’ ব্যবস্থা হিসেবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মোবাইল ফোনের মাধ্যমে। আগামী ২০ ডিসেম্বর ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত সাফ টুর্নামেন্টে (সাফ সুজুকি কাপ) খেলতে ভারতের কেরলে যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তারই প্রস্তুতি হিসেবে আজ নেপাল জাতীয় ফুটবল দলের বিপক্ষে এক ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে এই ম্যাচ দিয়েই অভিষেক ঘটছে মারুফুলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছেও জাতীয় দলের ভাল ফলটাই মুখ্য। তাই বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও জানান, এ বিষয়টিকে প্রাধান্য দিয়েই কোচ আর অধিনায়ককে নিয়ে আসা হয়নি। দলের পক্ষে কথা বলেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। কোচ হিসেবে ডেব্যুÑ অথচ বিষয়টা নাকি মনেই ছিল না মারুফুলের! ‘এই ম্যাচটা আমার ডেব্যু ম্যাচÑ সেটি আমার মাথাতেই ছিল না। মাঠে আমার লক্ষ্যটাই থাকবে জাতীয় দলের উন্নতি। যেহেতু এটি একটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ। তাই অবশ্যই জয়ের লক্ষ্যেই খেলতে নামব আমরা।’ দলের ম্যানেজার বাবু জানান, আপাতত ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি ছাড়া পুরো দলের অবস্থা ভাল। মিডফিল্ডার জামাল ভূঁইয়াও অসুস্থতা কাটিয়ে ক্যাম্পে ফিরেছেন। সাফের দলে তিনি থাকতে পারবেন বলেই বিশ্বাস দলের ম্যানেজারের। তবে এমিলি হয়তো শেষ পর্যন্ত থাকতে পারবেন না। যদিও কোচ তাকে রিকভার করে দলে রাখতে সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছেন। ফিটনেস ফিরে আসলে হয় তো ২০ জনের চূড়ান্ত দলে দেখা যেতে পারে এমিলিকে। সাফের জন্য দলকে তৈরি করতে গত কয়েক দিনে তিন বেলা করেও দলকে অনুশীলন করিয়েছেন মারুফুল। যদিও মঙ্গলবার থেকে আবার একবেলা করে ট্রেনিং চলছে। আর নেপাল জাতীয় দলের কোচ প্যাট্রিক উইনান্ড অসিমস বাংলাদেশ সম্পর্কে খুব একটা জানেন না। তারপরও যতটুকু জেনেছেন বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষই মানছেন তিনি, ‘এই ম্যাচটা পেয়ে আমি খুবই খুশি। সাফের আগে এই ম্যাচটা খুব কাজে আসবে আমাদের। বাংলাদেশ শক্ত প্রতিপক্ষই। তারপরও সাফের আগে এই ম্যাচটায় জয় চাই আমরা। জয় পেলে আত্মবিশ্বাস বাড়বে।’ দলীয় অধিনায়ক অনীল গুরং অবশ্য বাংলাদেশ সম্পর্কে ওয়াকিবহাল। এর আগে সাফে বাংলাদেশের বিপক্ষে এক গোল করেছিলেন তিনি, ‘এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা নিজেদের ভুলগুলো এই ম্যাচ দিয়ে শুধরে নিতে পারব। বাংলাদেশ কঠিন দল। তারপরও আমরা জিতব বলেই আশাবাদী।’ পরিশেষে বাংলাদেশ ও নিজের দলের প্রতি শুভ কামনা করে নেপালের কোচ বলেন, ‘আশা করছি বাংলাদেশ ও নেপাল উভয় দলই সাফের সেমিফাইনাল খেলবে।’
×