ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপর খেলায় মুখোমুখি দিল্লী-ব্যাঙ্গালুরু

কলকাতা-রাজস্থান হাইভোল্টেজ ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:২২, ২৬ এপ্রিল ২০১৫

কলকাতা-রাজস্থান হাইভোল্টেজ ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইটরাইডার্স ও রাজস্থান রয়্যালস ‘হাইভোল্টেজ’ ম্যাচ আজ। চলতি আসরে দুর্দান্ত ক্রিকেট খেলছে রাজস্থান। ৭ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শেন ওয়াটসন-স্টিভেন স্মিথের দল। ৫ ম্যাচে ৩ জয়ে তৃতীয় স্থানে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন কলকাতা। ৪ জয়ে দ্বিতীয় স্থানে আছে ভারতের জাতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। যদিও কলকাতা-রাজস্থান দু’দলই দুটি করে হারের স্বাদ পেয়েছে, তবে সার্বিক বিচারে এবার দারুণ করছে ওয়াটসন ও গৌতম গাম্ভীর বাহিনী। মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করে কেকেআর। কিন্তু পরের ম্যাচেই ব্যাঙ্গালুরুর কাছে হেরে বসে ৩ উইকেটে। ধাক্কা খেয়ে কানে পানি ঢোকে চ্যাম্পিয়নদের। যেন গা-ঝাড়া দিয়ে ওঠে গাম্ভীর বাহিনী। টানা দুই জয়ে রেসে ফেরে বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেটে হারানোর পর দিল্লী ডেয়ারডেভিলসকে নিয়ে ছেলেখেলা করে তারা। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ৩ উইকেটের পর নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১৬ রানে হারে গাম্ভীরের দল। বিশাখাপত্তমে হায়দরাবাদের ১৭৬ রানের জবাবে পুনর্নির্ধারিত টার্গেটে (১২ ওভারে ১১৮), ৪ উইকেটে ১০১ রান করা কলকাতাকে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে হারতে হয় বড় ব্যবধানে। ভাল বোলিং করেছিলেন মরনে মরকেল (২/৩১), তবে নতুন টার্গেটে ব্যাটিংটা একদমই যুতসই হয়নি চ্যাম্পিয়নদের। সর্বোচ্চ ৩৪ রান আসে ওপেনার রবিন উথাপ্পার ব্যাট থেকে। ২৪ বলে ৩৩ রান নিয়ে অপরাজিত থাকেন মানিশ পান্ডে। আগের ম্যাচগুলোতে ব্যাট হাতে দুরন্ত নৈপুণ্য দেখানো অধিনায়ক গাম্ভীর (৪) ব্যর্থ হন। তবে ১ ম্যাচের পারফর্মেন্স দিয়ে কলকাতাকে বিচার করার উপায় নেই। ৩ হাফ সেঞ্চুরির সাহায্যে ৫ ম্যাচে ১৯০ রান গাম্ভীরের। ১২৬ রান নিয়ে ব্যাট হাতে ভাল করছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। আছেন ইউসুফ পাঠানের মতো ‘পাওয়ার হিটার’। বোলিংয়ে এ পর্যন্ত ৯ উইকেট নেয়া মরকেল, ৬ উইকেট শিকারি পেসার উমেশ যাদবও দুর্বার। ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন রহস্য স্পিনার সুনিল নারাইন। প্রতিপক্ষ রাজস্থান বলেই কলকাতার জন্য কাজটা কঠিন। অধিনায়ক শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, জেমস ফকনারÑ একাধিক অস্ট্রেলিয়ান তারকার ওপর ভর করে দারুণ খেলছে ‘মেন্টর’ রাহুল দ্রাবিড়ের দলটি। কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৬ রানে উড়িয়ে দিয়ে আসর শুরু করে তারা। শক্তিশালী চেন্নাই সুপার কিংসকেও পাত্তা দেয়নি। তুলে নিয়েছে ৮ উইকেটের বিশাল জয়। মাঝে দিল্লী ডেয়ারডেভিলসকে ৩ উইকেটে, মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে ও সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারায় রাজস্থান। ব্যাট হাতে দলকে ওড়াচ্ছেন অজিঙ্কা রাহানে। আসরে ভারত জাতীয় তারকার ইনিংসÑ ৪৭, ৪৬, ৬২ ও ৭৬*, ৭৪ ও ১৮! যদিও কলকাতার মতো নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ‘টাই’ ম্যাচে সুপার ওভারে হারে ওয়াটসন বাহিনী! অন্যদিকে ৩ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে জেপি ডুমিনির দিল্লী। দলটিতে আছেন যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, মায়াঙ্ক আগারওয়াল, অমিত মিশ্র, এ্যাঞ্জেলো ম্যাথুস, ইমরান তাহির, কুইন্টন ডি’ককের মতো পারফর্মার। বিপরীতে আগের ম্যাচেই দুর্ধর্ষ রাজস্থানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। ‘ক্রেজি কোহলি’ নিজেও ব্যাট হাতে রানে ফিরেছেন। খেলেছেন ৪৬ বলে অপরাজিত ৬২ রানের ঝড়ো ইনিংস।
×