
ছবি: সংগৃহীত
বান্দরবানে সদরে নিখোঁজের দুইদিন পর রেইছা খাল থেকে সত্যজিৎ চাকমা (৪) নামে এক শিশুর মরদহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু বান্দরবান সদর ইউপির রেইছা সিনিয়র পাড়ার বাসিন্দা সমীরণ চাকমার সন্তান। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শিশুটির বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে রেইছা বাজারসংলগ্ন রেইছা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে চার বছরের শিশু সত্যজিৎ চাকমার ক্ষুধা লাগলে তার মাকে ভাত খাওয়ার কথা বলে। শুনে তার মা সুরেশ বালা ছেলেকে বারান্দায় রেখে রান্নাঘরে ভাত আনতে যান। তবে দুই মিনিট পর ফিরে দেখেন, বারান্দায় ছেলেটি আর নেই। এভাবেই নিখোঁজ হয় সত্যজিৎ। পরে রেইছা খালে শিশুটির মরদহ পাওয়া যায়।
বান্দরবান সদর ইউপির চেয়ারম্যান অংচহ্লা মারমা জানান, বান্দরবানে টানা বৃষ্টি কারণে পাহাড়ি ঝিরি ও ঝরনাতে হঠাৎ স্রোত বেড়ে যায়। রেইছা সিনিয়রপাড়ার সমীরণ চাকমার বাড়ির পাশে একটি ঝিরি আছে। শিশুটি ঝিরিতে খেলতে গিয়ে স্রোতে ভেসে গেছে বলে সোনা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতির জন্য পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে অনুমতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, রেইছা বাজার এলাকার খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ছামিয়া