ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সাফল্যের চাবিকাঠি

শ্যামল চৌধুরী

প্রকাশিত: ১৮:৪৬, ৩০ জুলাই ২০২৫

সাফল্যের চাবিকাঠি

প্রবাদ আছে, সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। সময় বহতা নদীর মতো। চলছে তো চলছেই। সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। যে সময় চলে যায়, চিরতরে চলে যায়। সম্পদ, বিস্মৃত বিদ্যা, হৃতস্বাস্হ ফিরে পাওয়া সম্ভব হলেও হারিয়ে যাওয়া সময় ফিরে পাওয়া অসম্ভব। তাই মানবজীবনে সময় অতি মূল্যবান। জীবনে সফলকাম হতে হলে সময়জ্ঞান অপরিহার্য। অবহেলায়, আলস্যে সময় নষ্ট করলে সাফল্যের সম্ভাবনা ম্লান হয়ে যায়। যত গুণী মানুষ জীবনে অমরত্ব লাভ করেছেন তারা সময় জ্ঞানে অটল ছিলেন। জীবনে উন্নতি করতে হলে সময়ানুবর্তিতার বিকল্প নেই। আজকের কাজটি আগামীকালের জন্য একেবারেই সমীচীন নয়। সময়ানুবর্তিতার অভাব মানুষের জীবনে অনেক ক্ষেত্রে দুর্ভোগ বয়ে আনে। জীবন অনেক ক্ষুদ্র, সংক্ষিপ্ত জীবনে প্রতিটি মুহূর্তই অতি মূল্যবান। হেলায় অমূল্য সময় নষ্ট করলে পরিনামে পোহাতে হয়। ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজজীবন ও জাতীয় জীবনে উন্নতির সোপান গড়তে হলে সময়ের মূল্য দেয়া অবশ্যম্ভাবী। সময়ের অপচয় মানে জীবনে হেরে যাওয়া। জীবনের প্রথম প্রহর থেকেই সময় সম্পর্কে সচেতন হওয়া অপরিহার্য। সময় সম্পর্কে সদাজাগ্রত মানুষ জীবনে সফলকাম হয়ে অমরত্ব লাভ করেন। পক্ষান্তরে সময় সম্পর্কে উদাসীন মানুষ সাফল্যের সিঁড়িতে উঠতে গিয়ে হোঁচট খায়। সময় হারিয়ে জীবনে দিকহারা হয়ে যায়। সময়ের কাজ সময়েই করতে। কথায় আছে, সময় গেলে সাধন হবে না। জীবনে সাফল্যের চূড়ায় আরোহণ করতে হলে সময়ের মূল্যকে উপলব্ধিতে আনতে হবে। কথায় বলে, সময়ই অর্থ। সময়ের যথার্থ ব্যবহারের মধ্যেই জীবনের সাফল্য নিহিত। 
মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে

প্যানেল/মো.

×